স্টাফ রিপোর্টার: শনিবার কেকেআরের অনুশীলন ম্যাচে স্বস্তি আর অস্বস্তি দুটোই থেকে গেল ম্যানেজমেন্টের জন্য। নাইট শিবিরের স্বস্তির কারণ যদি হয় অনুশীলন ম্যাচে কুইন্টন ডি’কক, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রামনদীপ সিংদের ব্যাটে রান পাওয়া, অস্বস্তির কারণ তবে অবশ্যই চোট থেকে ফিরে এখনও আনরিখ নখিয়ার ছন্দে না ফেরা। নখিয়ার ডেলিভারিতে এখনও সেই পুরনো গতি দেখতে পাওয়া যায়নি। এদিন তাঁর প্রথম ওভারেই ডি’কক লম্বা দুটি ছয় মারেন। কেকেআর ম্যানেজমেন্ট মনে করছে হাতে এখনও কয়েকটা দিন রয়েছে। তাই প্রথম ম্যাচের আগে ঠিকই ছন্দে ফিরবেন এই পেসার।
কেকেআরে এটা নখিয়ার দ্বিতীয় মরশুম। তবে প্রথম বার একটা ম্যাচেও নামা হয়নি তাঁর। চোট লেগে যায়। দলের স্যোশাল মিডিয়ায় নখিয়া বলেন, “অনুশীলনেই যেভাবে সমর্থকরা আসছে, বোঝাই যাচ্ছে ম্যাচে কত মানুষ মাঠে আসবেন। দারুণ পরিবেশ। প্রথম ম্যাচে নামার আগে আমাদের ভালো প্রস্তুতি দরকার। আশা করছি সেটা ভালোই হবে।”
এদিন দুটো দলের মধ্যে ভাগ করে অনুশীলন ম্যাচ খেলান কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সেই ম্যাচে অধিনায়ক অজিঙ্ক রাহানে রান পেলেন না। মাত্র ১৩ রান করে রভম্যান পাওয়েলের বলে আউট হলেন। কুইন্টন ডি’কক ২২ বলে ৫২ রান করেন। অনুশীলন ম্যাচেই তাণ্ডব শুরু করে দিলেন আন্দ্রে রাসেল। মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি করলেন তিনি। বিশাল বিশাল ছয় মারলেন তিনি। ভেঙ্কটেশ আইয়ার করেন ২৯ বলে ৬৯। ৩৩ বলে ৭৭ রান করেছেন রিঙ্কু সিং।
এবার কেকেআরের ঘরের মাঠে প্রথম ম্যাচ ২২ মার্চ। প্রতিপক্ষ আরসিবি। যা কি না আইপিএলের উদ্বোধনী ম্যাচও। আর প্রথম ম্যাচে নামার আগে দলকে ভালো জায়গায় দেখতে চান কোচ চন্দ্রকান্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.