ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে সাধারণত আগ্রাসী মেজাজেই দেখা যেত তাঁকে। ক্রিকেট ছাড়ার পরেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মেজাজ বদলায়নি। লখনউয়ের মেন্টর থাকার সময় বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছিলেন। কিন্তু বাইশ গজে অতি আগ্রাসী মনোভাব দেখানোর জন্য এখন আফশোসই করেন গম্ভীর।
সম্প্রতি একটি আলোচনায় গম্ভীর বলেন, “মাঝেমধ্যে মাঠে এমন কিছু করতে হয়, যা করার কোনও ইচ্ছেই থাকে না। যখন আমি পিছন ফিরে তাকাই, তখন মনে হয় অতীতে এমন কিছু আচরণ করেছি, যা না করলেও চলত।” কিন্তু কেন এরকম আচরণ করতেন তিনি? তারও উত্তর দিয়েছেন নাইট মেন্টর। গম্ভীর বলেন, “যদি আমি আগ্রাসী না থাকি, তাহলে দল আগ্রাসী মেজাজে খেলবে না। নেতা হিসেবে মাঠে সেই উদাহরণ তৈরি করতে চাই। তবে একজন মাঠে কীরকম আচরণ করছে, সেটা দিয়ে তাঁকে বিচার করা উচিত নয়। মাঠের বাইরে সে কেমন মানুষ, সেটাও দেখা উচিত।”
বর্তমানে তিনি নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের মেন্টর। তাঁর পরিকল্পনা কাজে লাগিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে কলকাতা। এক সময়ে নাইটদের অধিনায়কও ছিলেন তিনি। ২০১৩ সালে গম্ভীর কেকেআরের অধিনায়ক থাকাকালীন বিরাটের সঙ্গে গন্ডগোল শুরু হয়। দুজনেই তেড়ে যান একে-অপরের দিকে। এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গেও আগ্রাসী মেজাজে বাগযুদ্ধে জড়িয়েছিলেন গম্ভীর।
চলতি আইপিএলে যেন অন্য রূপে ধরা দিয়েছেন গম্ভীর। বিরাটকে আলিঙ্গন করেছেন। দীর্ঘ সময় গল্পও করতে দেখা যায় দুই যুযুধানকে। ধোনিকেও জড়িয়ে ধরেছেন। যদিও ইডেনে হায়দরাবাদের কাছে হারার পর আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.