Advertisement
Advertisement
Gautam Gambhir

আইপিএল থেকে কেন ছিটকে গেল আরসিবি? কোহলিদের হার নিয়ে মুখ খুললেন নাইট মেন্টর গম্ভীর

টানা ৬ ম্যাচ জিতে আইপিএলের শেষ চারে উঠেছিলেন বিরাটরা। কিন্তু প্লে অফে হারতে হয়েছে রাজস্থানের কাছে।

KKR mentor Gautam Gambhir gives his opinion on RCB's exit in IPL
Published by: Arpan Das
  • Posted:May 24, 2024 8:23 pm
  • Updated:May 24, 2024 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৬ ম্যাচ জিতে আইপিএলের (IPL) শেষ চারে উঠেছিল আরসিবি (Royal Challengers Bengaluru)। অনেকেই ধরে নিয়েছিলেন, এই ধারাবাহিকতা বজায় রাখবে তারা। কিন্তু প্লে অফের লড়াইয়ে রাজস্থানের কাছে হারে ছিটকে যান বিরাটরা (Virat Kohli)। কোথায় ভুল হল তাঁদের? সেই বিষয়ে মুখ খুললেন নাইট মেন্টর গম্ভীর (Gautam Gambhir)।

একটা সময় টানা ৬ ম্যাচ হেরেছিল ফ্যাফ ডু’প্লেসিসের দল। যদিও অসামান্য প্রত্যাবর্তন ঘটিয়ে প্লে অফে ওঠে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে চেন্নাইকে উড়িয়ে দিয়েছিলেন যশ দয়ালরা। যদিও প্লে অফে ফের হারের সম্মুখীন হয় আরসিবি। রাজস্থানের সঙ্গে একতরফা ম্যাচে ৪ উইকেটে হারে তারা। ৬ ম্যাচ জেতার মোমেন্টাম কোনও কাজেই লাগল না।

Advertisement

[আরও পড়ুন: তরুণদের সুযোগ করে দেওয়াই লক্ষ্য, ইউরো খেলে অবসর নেবেন ফরাসি তারকা]

সেই বিষয়েই মতামত দিলেন গৌতম গম্ভীর। তিনি বলেন, “মোমেন্টাম জাতীয় শব্দটা আমরা একটু বেশিই ব্যবহার করি। আমি যখন অধিনায়ক ছিলাম, তখনও আমার সেটা মনে হয়েছে। আসল বিষয়টা হল, ওইদিন মাঠে তুমি কতটা তাগিদ দেখাতে পারছ। যে দল ভয়ডরহীন হয়ে খেলবে, দিনের শেষে তারাই অনেকটা এগিয়ে থাকবে। কারণ, ব্যাট বা বল জানে না মোমেন্টাম কাকে বলে!”

[আরও পড়ুন: ইস্ট-মোহনের পর মহামেডান, তিন প্রধানকে হারিয়েই সিএবি লিগ চ্যাম্পিয়ন ভবানীপুর]

সেই অস্ত্রেই সঞ্জু স্যামসনরা বাজিমাত করেছে প্লে অফে। গম্ভীর বলেন, “রাজস্থান দীর্ঘদিন লিগের শীর্ষে ছিল। আইপিএলে হারা ম্যাচ জিতে যায় অনেক দল। আবার উল্টোটাও হয়। কিন্তু ব্যাটে-বলে ওদের যা শক্তি, তাতে ওরা অনেকটাই এগিয়ে ছিল।” ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে কেকেআর। ব্যাটে-বলে দারুণ ছন্দে আছেন শ্রেয়সরা। সেটাই কি শেষ পর্যন্ত অস্ত্র হবে তাঁদের? উত্তর পাওয়ার জন্য নাইটভক্তদের অপেক্ষা করতে হবে ২৬ মে পর্যন্ত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement