Advertisement
Advertisement

Breaking News

Venkatesh Iyer

আইপিএল জয়ের পরই শুরু নতুন ইনিংস, বিয়ে করলেন ভেঙ্কটেশ আইয়ার

নাইট রাইডার্সের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভেঙ্কটেশের।

KKR batter Venkatesh Iyer gets married to Shruti Raghunathan
Published by: Arpan Das
  • Posted:June 2, 2024 2:19 pm
  • Updated:June 2, 2024 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগেই আইপিএল জয়ের শিরোপা উঠেছে তাঁর মাথায়। ফাইনালে ২৬ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। এবার বাইশ গজের বাইরে নতুন ইনিংস শুরু করলেন নাইট তারকা। রবিবার সকালে তিনি বিয়ে করলেন শ্রুতি রঘুনাথনকে।

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ৩৭০ রান করে নাইটদের ট্রফিজয়ের অন্যতম শক্তি ছিলেন তিনি। ফাইনালে হাফসেঞ্চুরি ছাড়াও প্লে অফে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। ২০২১ থেকে নাইট দলের সদস্য হলেও অবশেষে এবারই ট্রফির স্বাদ পেলেন মধ্যপ্রদেশের ব্যাটার।

Advertisement

[আরও পড়ুন: কার্লসেনের পর কারুয়ানা, দুই শীর্ষ বাছাইকে হারিয়ে দাবা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে প্রজ্ঞানন্দ]

মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন পথচলা শুরু ভেঙ্কটেশের। গত বছরের নভেম্বরেই তিনি বাগদান সারেন শ্রুতির সঙ্গে। সোশাল মিডিয়ায় নিজেই সুখবর জানিয়েছিলেন ভেঙ্কটেশ। তার চারমাস পরেই শুরু হয় আইপিএল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহের বন্ধনে ধরা পড়লেন তিনি। যদিও শ্রুতির সঙ্গে খেলার দুনিয়ার যোগাযোগ নেই। বেঙ্গালুরুর একটি সংস্থায় চাকরি করেন তিনি। তার আগে দিল্লির এনআইএফটি থেকে মাস্টার্স করেছেন ফ্যাশন ম্যানেজমেন্ট নিয়ে।

ভেঙ্কটেশ ও শ্রুতির বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটভক্তরা নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে।

[আরও পড়ুন: শুরু হল কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ, কানাডার বিরুদ্ধে রেকর্ড গড়ে সহজ জয় আমেরিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement