Advertisement
Advertisement

Breaking News

Jay Shah

‘মনে হচ্ছে জয় শাহই বিশ্বকাপ জিতিয়েছেন’, বিশ্বজয়ীদের ছবি দেখে খোঁচা কীর্তি আজাদের

তৃণমূল সাংসদের পোস্টে রাজনীতির রং।

Kirti Azad slams Jay Shah for grabbing attention in World Cup win celebration
Published by: Subhajit Mandal
  • Posted:July 5, 2024 9:20 am
  • Updated:July 5, 2024 10:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজয়ী ভারতীয় দলের সঙ্গে সেলিব্রেশনে মেতে বিসিসিআই সচিব জয় শাহ, সহ-সভাপতি রাজীব শুক্লারা। বিরাট কোহলি, রোহিত শর্মারা দেশে ফেরা ইস্তক তাঁদের সঙ্গে প্রায় প্রতিটি ফ্রেমেই দেখা গিয়েছে বোর্ড সচিবকে। দিল্লির হোটেলে কেক কাটা থেকে শুরু করে ওয়াংখেড়ের বিজয়োৎসব সবেতেই কেন্দ্রীয় চরিত্র হিসাবে ধরা দিয়েছেন জয় শাহ (Jay Shah)। আর সেটা নিয়েই প্রবল আপত্তি তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কীর্তি আজাদের।

কীর্তি আজাদ (Kirti Azad) এক্স হ্যান্ডেলে ভারতের বিশ্বজয়ের সেলিব্রেশনের ছবি দিয়ে কটাক্ষের সুরে লিখেছেন, “এই ছবি দেখে মনে হচ্ছে অমিত শাহর ছেলে জয় শাহ এবং রাজীব শুক্লাই ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন। রোহিত শর্মা-বিরাট কোহলি (Virat Kohli) বা টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা পার্শ্বচরিত্র।” তিরাশির বিশ্বজয়ীর বক্তব্য, “বিশ্বের আর কোনও প্রান্তে দলকে সম্মান জানানোর সময় বোর্ড কর্তাদের দলের সঙ্গে বসার সুযোগ দেওয়া হয় না। নির্লজ্জ সুবিধাবাদী।”

[আরও পড়ুন: ‘২০২৬ সালে মরে যাব’, আদালতে কান্নায় ভেঙে পড়ে ফের জামিনের আর্জি মানিকের

প্রাক্তন ক্রিকেটার এবং তিরাশির বিশ্বজয়ী হওয়ার পাশাপাশি আরেকটা পরিচয় রয়েছে কীর্তি আজাদের। তিনি এই মুহূর্তে তৃণমূলের সাংসদ। আর ভারতের বোর্ড সচিব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ছেলে। তাঁর  কীর্তি আজাদ আরেকজন যাকে টার্গেট করেছেন সেই রাজীব শুক্লা আবার কংগ্রেস নেতা। স্বাভাবিকভাবেই কীর্তির টুইটে রাজনীতির রং লেগেছে।

[আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারের দায়িত্বে সেই টেন হ্যাগই, এক বছর চুক্তি বাড়ল ডাচ কোচের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement