Advertisement
Advertisement
Ravichandran Ashwin

‘অশ্বিনের জমকালো বিদায় প্রাপ্য ছিল’, অকপট কপিল দেব

কপিল আশা করেন, বোর্ড দেশের অন্যতম শ্রেষ্ঠ স্পিনারকে যোগ্য মর্যাদা-সহ বিদায় জানানোর বন্দোবস্ত করবে।

Kapil Dev believes Ravichandran Ashwin deservers a better farewell
Published by: Subhajit Mandal
  • Posted:December 20, 2024 1:04 pm
  • Updated:December 20, 2024 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল অনাড়ম্বরে যে ভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন, তা মনঃপুত হয়নি কপিল দেব নিখাঞ্জের। ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়কের মতে, একটা বিদায়ী সংবর্ধনা বা যথাযথ ফেয়ারওয়েল প্রাপ্য ছিল অশ্বিনের।

মাত্র চব্বিশ ঘণ্টা আগে ক্রিকেটবিশ্বকে হতবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন অশ্বিন। ব্রিসবেন টেস্ট শেষে স্রেফ নিজের অবসর ঘোষণা করে চলে যান তিনি। কোনওরকম ফেয়ারওয়েলের সুযোগ না দিয়ে। টেস্টে ৫৩৭ উইকেটের মালিকের এ হেন অনাড়ম্বর বিদায় পছন্দ হয়নি কপিলের। বরং তাঁর মনে হয়েছে, ভারতীয় অফস্পিনার কোনও একটা বিষয় নিয়ে অখুশি। “ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন যে ভাবে গতকাল হঠাৎ খেলা ছেড়ে দিল, তা দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। ভারতীয় সমর্থকরা হতাশ তো হয়ে পড়েছেন বটেই, একই সঙ্গে অশ্বিনের মুখেও আমি বেদনার ছায়া দেখতে পেয়েছি। ওকে দেখে খুশি মনে হয়নি আমার। আর সেটাই মন খারাপ করে দেওয়ার মতো বিষয়। আমার মতে, একটা ভালো ফেয়ারওয়েল প্রাপ্য ছিল অশ্বিনের। একটা জমকালো বিদায় ওর প্রাপ্য ছিল,” বৃহস্পতিবার এক বিবৃতিতে বলে দিয়েছেন কপিল।

Advertisement

উঁহু, এখানেই যে ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার থেমে গিয়েছেন, ভাবার কারণ নেই। কপিল আরও বলেছেন, “অশ্বিন অপেক্ষা করতেই পারত। দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে পারত। জানি না, হঠাৎ কেন খেলা ছেড়ে দিল ও। আমি অশ্বিনের দিকটাও শুনতে চাই। আরে, অশ্বিনকে ওর প্রাপ্য সম্মানটা তো দেবেন।। ছেলেটা দেশের হয়ে ১০৬- টা টেস্ট খেলেছে। আমার তো মনে হয় না, ভারতীয় ক্রিকেটে অশ্বিনের মতো বিশাল অবদান আর কারও আছে বলে।”

কপিল আশা করেন, বোর্ড দেশের অন্যতম শ্রেষ্ঠ স্পিনারকে যোগ্য মর্যাদা-সহ বিদায় জানানোর বন্দোবস্ত করবে। করা উচিতও। আন্তর্জাতিক ক্রিকেটে সমস্ত ফর্মাট মিলিয়ে ৭৬৫ টেস্ট উইকেট-একমাত্র অনিল কুম্বলে ছাড়া কারও নেই। “কী অকুতোভয় ক্রিকেটার ছিল অশ্বিন। ম্যাচের যে কোনও সময় বল করার ক্ষমতা রাখত ও। এ রকম বোলার সচরাচর পাওয়া যায় তো? একদিকে যার ক্রিকেট মেধা দারুণ, ক্রিকেট বোধ দারুণ। আবার আর একদিকে, সমস্ত পরিস্থিতির সঙ্গে যে মানিয়ে নিতে পারে। ক্রিকেটে ক্যাপ্টেন্স গো টু ম্যান বলে একটা কথা রয়েছে। অশ্বিন ঠিক তাই ছিল,” বলতে থাকেন কপিল। “স্পিনারদের মধ্যে খুব বেশি কাউকে নতুন বলে বোলিং করতে দেখবেন না। অনিল কুম্বলে সেটা পারত বলে মনে আছে। আমার ভাগ্য ভালো, দলে জায়গা পেতে আমাকে অশ্বিনের সঙ্গে লড়তে হয়নি। তা হলে আমি হয়তো সুযোগই পেতাম না দেশের হয়ে খেলার। অশ্বিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব দারুণ ভাবে করতে পারে। ওর হাতে ক্যারম বল আছে। স্লোয়ারটা মারাত্মক দেয়। প্রয়োজনে আবার লেগস্পিনও করে দেয়। ক্রিকেট মাঠে একজন ক্রিকেটারের পক্ষে যা যা করা সম্ভব, সবই করতে পারে অশ্বিন,” যোগ করেছেন পঁয়ষট্টি বছরের বিশ্বজয়ী অধিনায়ক। সরব কপিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement