Advertisement
Advertisement
MS Dhoni

ক্রিকেট অ্যাকাডেমি নিয়ে পুরনো মামলার জের, ধোনিকে তলব ঝাড়খণ্ড হাই কোর্টের

ব্যবসায়িক চুক্তি নিয়ে সমস্যার জেরে ধোনির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পুরনো পার্টনার মিহির দিবাকর ও সৌম্য দাস।

MS Dhoni: Jharkhand HC issues notice to Ex Indian captain over bussiness dispute

মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 13, 2024 9:21 am
  • Updated:November 14, 2024 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ড হাই কোর্টের তলব মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ডের হাই কোর্ট। ব্যবসায়িক চুক্তি নিয়ে সমস্যার জেরে ধোনির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পুরনো পার্টনার ও বন্ধু মিহির দিবাকর ও সৌম্য দাস।

ঠিক কী ঘটনা ঘটেছিল? প্রাক্তন ভারতীয় অধিনায়কের নাম ব্যবহার করে ক্রিকেট অ্যাকাডেমি খোলার অভিযোগ উঠেছিল ধোনির প্রাক্তন ব্যবসার পার্টনারের বিরুদ্ধে। বেশ কয়েক বছর আগে ধোনির সঙ্গে আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, দেশে-বিদেশে ধোনির নামে ক্রিকেট অ্যাকাডেমি স্থাপন করার কথা ছিল মিহির দিবাকরের সংস্থার। সেই অ্যাকাডেমির লভ্যাংশ আর ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে চুক্তি অনুযায়ী। কিন্তু এই চুক্তির শর্ত কোনওটাই মানা হয়নি বলে অভিযোগ দায়ের করেন ধোনি।

Advertisement

পুরো বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ধোনির আইনজীবী। রাঁচির জেলা আদালতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দুই অভিযুক্ত এবং তাঁদের সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ৫ জানুয়ারি তাঁদের দুজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। এর পর পুলিশের জালে ধরাও পড়েন মিহির দিবাকর। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। ধোনির বন্ধু দিবাকররা দাবি করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়কই নাকি মিথ্যে বলেছেন।

তাঁরাও হাই কোর্টে পালটা আবেদন করেন। রাঁচির নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরই ধোনিকে তলব করা হল। তাঁকে বিষয়টি সবিস্তারে ব্যাখ্যা ও অবস্থান পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি আইপিএল রিটেনশনে চেন্নাই সুপার কিংস তাঁকে ৪ কোটি টাকায় ধরে রেখেছে। এর মধ্যেই নয়া সমস্যায় ধোনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement