Advertisement
Advertisement

Breaking News

Jay Shah

ইতিহাসে কনিষ্ঠতম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ

আগামী ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন তিনি। 

Jay Shah becomes ICC chairman
Published by: Anwesha Adhikary
  • Posted:August 27, 2024 8:34 pm
  • Updated:August 27, 2024 9:02 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন বিসিসিআই সচিব। আগামী ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন তিনি। আগামী দিনে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে চান গোটা বিশ্বে, নতুন পদে নির্বাচিত হয়ে এই কথাই জানালেন জয় শাহ। 

দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। এবার আরও বড় পদে বসতে চলেছেন তিনি। তবে জয় শাহই যে আগামীদিনে আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন, সেই আভাস বহুদিন ধরেই ছিল ক্রিকেটমহলে। শোনা গিয়েছিল, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে আর চেয়ারম্যান পদে থাকতে আগ্রহী নন। 

Advertisement

[আরও পড়ুন: ‘আমাদের বোনের বিচার চাই’, মোহনবাগান ম্যাচে ‘প্রতিবাদী’ টিফো সমর্থকদের

তার পর থেকেই চেয়ারম্যান পদে সকলের চেয়ে এগিয়ে যান জয় শাহ। তবে এই পদের নির্বাচনে মনোনয়ন দেননি আর কোনও বোর্ড কর্তা। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সময়সীমার মধ্যে আর কোনও প্রার্থীই মনোয়ন দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। বস্তুত বিসিসিআই সচিব এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে একজন। বিশ্বের অন্যান্য দেশের বোর্ডের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তাঁর।

নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত বিসিসিআই সচিব। তার পরে জয় শাহ বলেন, “আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে রয়েছি যখন সমস্ত ফরম্যাটের ক্রিকেটকে সমানভাবে বাঁচিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাছাড়াও নয়া প্রযুক্তির ব্যবহার, মেগা টুর্নামেন্টগুলোকে আরও নতুন দেশে ছড়িয়ে দেওয়াটাও খুবই প্রয়োজন।” ক্রিকেটের প্রতি ভালোবাসা যেন বিশ্বজুড়ে আরও ছড়িয়ে পড়ে, সেদিকে নজর দিতে চান জয় শাহ। ২০২৮  অলিম্পিকের অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। তার ফলে ক্রিকেট আরও নতুন দিগন্তে ছড়িয়ে পড়বে বলেই আশাবাদী আইসিসির নয়া চেয়ারম্যান। 

[আরও পড়ুন: যুবভারতীতে দুরন্ত প্রত্যাবর্তন, টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে মোহনবাগান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement