সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর একদিন পরেই আইসিসির কার্যভার গ্রহণ করবেন জয় শাহ। তার আগে বিসিসিআইয়ের সদর দপ্তরে প্রকাশ্যে আনা হল ভারতের নতুন ওয়ানডে জার্সি। যেখানে উপস্থিত ছিলেন মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। এতদিন যে জার্সি পরে টিম ইন্ডিয়া ওয়ানডে খেলছিল, তার থেকে বেশ কিছুটা বদল এসেছে নতুন জার্সিতে।
বর্ডার গাভাসকর ট্রফির জন্য এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অন্যদিকে ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন জয় শাহ। তার আগে মুম্বইয়ে হরমনপ্রীত কউরের উপস্থিতিতে সামনে আনা হল নতুন জার্সি। ভারতের মহিলা দলই প্রথম এই জার্সি পরে খেলবে।
যে জার্সি পরে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল, তার হাত ও কাঁধে গেরুয়া রং ছিল। তার উপরে ছিল সাদা দাগ। ওয়ানডে জার্সি অবশ্য গতবছর বিশ্বকাপের পর বদলায়নি। নতুন জার্সিতে থাকছে চমক। কাঁধে থাকছে জাতীয় পতাকার তিন রং। লম্বা সাদা স্ট্রাইপ থাকলেও তার উপর ছড়িয়ে রয়েছে গেরুয়া, সাদা, সবুজ রং। বাকি জার্সি চিরাচরিত নীল রংয়ের। মাঝে স্পনসরের নাম-সহ গেরুয়ায় লেখা ‘ইন্ডিয়া’।
এই জার্সি পরে প্রথম মাঠে নামবে মহিলা দল। ২২ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেই দেখা যাবে নতুন জার্সি। মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর বলছেন, “জার্সি উদ্বোধনের দায়িত্ব পাওয়া বিরাট সম্মানের। এটাও আনন্দের যে আমরাই প্রথম এই জার্সি পরে মাঠে নামব। জার্সি দেখতে খুব খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কাঁধের তেরঙ্গা রং অপূর্ব হয়েছে। খুব আনন্দিত যে এরকম বিশেষ জার্সি পাচ্ছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.