Advertisement
Advertisement

Breaking News

ICC test ranking

সেরা কে? শীর্ষস্থান নিয়ে কাড়াকাড়ি দুই ভারতীয় বোলারের, উন্নতি যশস্বী-বিরাটের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে টেস্টের শীর্ষস্থান এখনও অধরা টিম ইন্ডিয়ার।

Jasprit Bumrah tops the ICC test ranking, Virat Kohli progresses
Published by: Anwesha Adhikary
  • Posted:October 2, 2024 8:15 pm
  • Updated:October 2, 2024 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে দুরমুশ করেছে টিম ইন্ডিয়া। মাত্র আড়াই দিনের মধ্যে বিপক্ষকে দুবার অল আউট করেছেন রবিচন্দ্রন অশ্বিন-জশপ্রীত বুমরাহরা। তার পরেই আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে কার্যত কাড়াকাড়ি পড়ে গেল দুই তারকা বোলারের। মাত্র এক পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ছিনিয়ে নিলেন এক তারকা। অন্যদিকে, টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম তিনে উঠে এলেন তরুণ তারকা যশস্বী জয়সওয়াল।

২-০ সিরিজ জয়ের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন রোহিত শর্মারা। কিন্তু আইসিসি র‍্যাঙ্কিংয়ে টেস্টের শীর্ষস্থান এখনও অধরা টিম ইন্ডিয়ার। ১২০ পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। চার পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ওয়ানডে এবং টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত।

Advertisement

ব্যাটারদের মধ্যে টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুধাপ উন্নতি করেছেন যশস্বী জয়সওয়াল। ৭৯২ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। ৬ ধাপ উন্নতি করে প্রথম দশে ফিরে এসেছেন বিরাট কোহলিও। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। তবে কামব্যাক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েও তিন ধাপ নেমে নবম স্থানে চলে গিয়েছেন ঋষভ পন্থ।

তবে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে। গতবারের ক্রমতালিকায় শীর্ষে ছিলেন অশ্বিন। তার পর বাংলাদেশ সিরিজে ১১টি উইকেট পেয়েছেন তিনি। সমসংখ্যক উইকেট গিয়েছে জশপ্রীত বুমরাহর ঝুলিতেও। কিন্তু সদ্যপ্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, অশ্বিনকে টপকে গিয়েছেন বুমরাহ। মাত্র এক পয়েন্ট বেশি পেয়েছেন তারকা পেসার। এছাড়াও প্রথম দশে রয়েছেন রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডার তালিকায় অবশ্য শীর্ষে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement