Advertisement
Advertisement
India vs Pakistan

‘অতিরিক্ত কিছু করতে যাইনি’, পাকিস্তান বধ করে তৃপ্ত ম্যাচের সেরা বুমরাহ

'আমাদের এখনও কাজ শেষ হয়নি', ম্যাচ শেষে বলছেন জয়ের নায়ক।

Jasprit Bumrah opens up after wining India vs Pakistan match

বুমরাহ।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 10, 2024 10:49 am
  • Updated:June 10, 2024 10:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম‌্যাচ শেষ ভীষণ তৃপ্ত দেখাচ্ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। ঘণ্টা দু’য়েক আগেও ভারতীয় শিবিরে যে রকম টেনেশনের আবহ ছিল, সেটা একদমই নেই। আসলে ভারত বনাম পাকিস্তান ক্রিকেটীয় যুদ্ধ তো আর পাঁচটা ম‌্যাচের মতো নয়। এটা সম্মানের। প্রত‌্যেক ক্রিকেটারের কাছেই এই ম‌্যাচটা একটু বেশিই স্পেশাল। এদিনের জয় যে ভারতীয় টিমকে অনেক বেশি তৃপ্তি দেবে, সেটা বলে দেওয়াই যায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) ভারতীয় দল সবচেয়ে কম রান ডিফেন্ড করল এদিনই। এরকম একটা রোমাঞ্চের জয়ের নায়ক একজনই। তিনি জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কেন তাঁকে বিশ্বের অন‌্যতম সেরা পেসার বলা হয়, সেটা আবারও বুঝিয়ে দিয়ে গেলেন। হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ সিরাজ-সহ প্রত‌্যেকটা ভারতীয় বোলার এদিন দুরন্ত পারফরম‌্যান্স উপহার দিলেন ঠিকই। কিন্তু পাকিস্তান ব‌্যাটিংকে সবচেয়ে বেশি চাপে রাখেন বুমরাহই। স্বাভাবিকভাবেই ম‌্যাচ (India vs Pakistan) সেরার পুরস্কারের জন‌্য তাঁকে ছাড়া অন‌্য কাউকে ভাবা সম্ভবও ছিল না।

Advertisement

[আরও পড়ুন: ‘মহাদেশ বদলায়, ভার‍ত-পাক ম্যাচের ফল না’, মেন ইন ব্লুর জয়ে উচ্ছ্বসিত শচীন

বুমরাহ বলছিলেন, ‘‘দারুণ লাগছে। আমাদের মনে হয়েছিল একটু কম রান করেছিলাম আমরা। পরের দিকে উইকেট কিছুটা সহজ হয়েছিল। তাই আমাদের বোলিংয়ে অনেক বেশি শৃঙ্খলা দেখাতে হত। আমি আলাদা কিছু করার চেষ্টা করিনি। ব‌্যাপারটা সহজ রাখছিলাম। চেষ্টা করছিলাম যত বেশি সিমে হিট করা যায়। নিজের পরিকল্পনা প্রয়োগ করার ব‌্যাপারে ফোকাস করেছিলাম।’’

গোটা স্টেডিয়াম যেভাবে টিমের (Indian Cricket Team) জন‌্য সমর্থন করে গিয়েছে, সেটা দেখে মুগ্ধ বুমরাহ। এত পরিমাণে ভারতীয় সমর্থকরা এদিন এসেছিলেন যে, বুমরাহর এক মুহূর্তের জন‌্য মনে হয়নি যে তিনি দেশের বাইরে খেলছেন। বলছিলেন, ‘‘যেভাবে সবাই সমর্থন করে গেলেন, সেটা দারুণ। বিশ্বাস করুন, সবসময় মনে হয়েছে আমরা দেশের মাঠেই খেলছি। গ‌্যালারির এই সমর্থনও আমাদের এনার্জি জুগিয়েছে। আপাতত দুটো ম‌্যাচেই ভাল ক্রিকেট খেলেছি আমরা। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের এখনও কাজ শেষ হয়নি। এখনও দু’টো ম‌্যাচ বাকি। নিজেদের প্রসেসটা চালিয়ে যেতে হবে। আর পরিকল্পনা অনুযায়ী খেলে যেতে হবে।’’

[আরও পড়ুন: কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলায় বাড়ল মৃতের সংখ্যা, শুরু NIA তদন্ত, জঙ্গিদের তল্লাশিতে সেনা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement