Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

নিউজিল্যান্ডের কাছে লজ্জার হারের পর র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হাতছাড়া বুমরাহর, অবনতি বিরাটের

ক্রমতালিকায় অবনতি ঋষভ পন্থেরও।

Jasprit Bumrah lost top spot in ICC test ranking

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 30, 2024 3:36 pm
  • Updated:October 30, 2024 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাস আগেও ছবিটা অন্যরকম ছিল। বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে কাড়াকাড়ি ছিল দুই ভারতীয় বোলারের মধ্যে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর পালটে গিয়েছে র‍্যাঙ্কিংয়ের চিত্রটা। ক্রমতালিকার প্রথম দুই থেকে ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং রবিচন্দ্রন অশ্বিন। তাঁদের টপকে ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা।

সেপ্টেম্বর মাসের শেষে হাড্ডাহাড্ডি লড়াই ছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে। তার আগের ক্রমতালিকার শীর্ষে ছিলেন অশ্বিন। তার পর বাংলাদেশ সিরিজে ১১টি উইকেট পান তিনি। সমসংখ্যক উইকেট যায় জশপ্রীত বুমরাহর ঝুলিতেও। কিন্তু ক্রমতালিকা প্রকাশের পরে দেখা যায়, অশ্বিনকে টপকে গিয়েছেন বুমরাহ। মাত্র এক পয়েন্ট বেশি পেয়েছেন তারকা পেসার। র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে দুই ভারতীয় বোলারের লড়াই বেশ উপভোগও করেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

কিন্তু মাস ঘুরতেই সেই লড়াই উধাও। বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্টে ৯ উইকেট তুলে নিয়ে ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন রাবাডা। লাল বলের ক্রিকেটে ৩০০ উইকেট তোলার নজিরও গড়েন তারকা প্রোটিয়া পেসার। তার পরেই ক্রমতালিকায় তিন ধাপ উঠে আসেন রাবাডা। বুমরাহ-অশ্বিনকে টপকে ক্রমতালিকার শীর্ষে জায়গা করে নেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অজি পেসার জশ হেজেলউড। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছেন বুমরাহ এবং অশ্বিন।

ভারতীয় বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি হলেও আশা জাগিয়েছেন যশস্বী জয়সওয়াল। টেস্ট ব্যাটারদের মধ্যে তিনি উঠে এসেছেন তৃতীয় স্থানে। এটাই তরুণ ওপেনারের সর্বশ্রেষ্ঠ র‍্যাঙ্কিং। তবে ক্রমতালিকায় ৫ ধাপ নেমে গিয়েছেন ঋষভ পন্থ। ৬ ধাপ অবনতি হয়েছে বিরাট কোহলিরও। প্রথম দশে যশস্বী ছাড়া নেই কোনও ভারতীয় ব্যাটার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement