বুমরাহ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন জশপ্রীত বুমরাহ। ২০২৪ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জোরে এই সম্মান পেলেন তিনি। একদিকে যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ার হয়েছিলেন। তেমনই টেস্টে ৭১টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন বুমরাহ। এর আগে তিনি টেস্টে বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন। এবার তাঁর মুকুটে নতুন পালক।
বর্ষসেরা হওয়ার দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্র্যাভিস হেড, জো রুট ও হ্যারি ব্রুক। কিন্তু তাঁদের টেক্কা দিলেন বুমরাহ। ভারতীয়দের মধ্যে এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন তেণ্ডুলকর (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬), বিরাট কোহলি (২০১৭, ২০১৮) আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন। এবার সেই তালিকায় নাম জুড়ল বুমরাহর। আর প্রথম ভারতীয় পেসার হিসেবে এই নজির গড়লেন তিনি।
গত বছর লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন বুমরাহ। বছরের শেষ দিকে বর্ডার গাভাসকর ট্রফিতে ৫ টেস্টে ৩২টি উইকেট তুলেছিলেন তিনি। বলা যায়, ভারতকে একপ্রকার একা টেনেছেন বুমরাহ। বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। আর শুধু টেস্ট কেন, টি-টোয়েন্টিতেও বুমরাহ পারফরম্যান্স অসাধারণ। ২০২৪ সালে মাত্র ৮ ম্যাচ খেলে ১৫টি উইকেট তুললেও বিশ্বকাপে যেভাবে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন তিনি, সেটা এককথায় অনবদ্য। হয়েছিলেন বিশ্বকাপের সেরা প্লেয়ারও।
সাধারণত বর্ষসেরার তালিকায় ব্যাটারদেরই দাপট দেখা যায়। গত ২০ বছরে মাত্র চারবার বোলাররা সেরার তকমা পেয়েছিলেন। সেখানেই বুমরাহর ম্যাজিক। আইসিসির ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘২০২৪-এ বুমরাহ স্কিল, ধারাবাহিকতা ও নিখুঁত বোলিংয়ে একের পর এক রেকর্ড গড়েছেন। বিশ্বের সেরা পেসার হিসেবে নিজের নাম খোদাই করেছেন।’
An unforgettable year for the irrepressible Jasprit Bumrah, who claims the Sir Garfield Sobers Trophy for 2024 ICC Men’s Cricketer of the Year
pic.twitter.com/zxfRwuJeRy
— ICC (@ICC) January 28, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.