সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বল বিকৃতির অভিযোগ ভারতীয়দের বিরুদ্ধে! টিম ইন্ডিয়ার এ দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায়। শনিবার ছিল অজি এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টের শেষ দিন। ওইদিনই ভারতীয় এ দলের বিরুদ্ধে বল বিকৃতির মারাত্মক অভিযোগ এনেছেন আম্পায়াররা। শেষমেশ প্রথম বেসরকারি টেস্টে হারের মুখও দেখতে হয়েছে ভারতীয় দলকে।
শনিবার ম্যাচের শেষ দিন ভারতীয় দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শেষদিনের খেলা শুরুর আগে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার শন ক্রেগ বল বিকৃতির অভিযোগ তোলেন। বলে নাকি একটি দাগ দেখতে পেয়েছিলেন তিনি। তিনি দাবি করেন, বলটিকে কিছুর সঙ্গে ঘষা হয়েছে। বিকৃত করার চেষ্টা করা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দেন, এই বলে খেলা হবে না। নতুন বলে খেলতে হবে। তাতে অসন্তোষ প্রকাশ করে ভারতীয় দল। তাঁদের বক্তব্য, আগের দিনের খেলার শেষে কোনওরকম বল বিকৃতির অভিযোগ ছিল না। তাহলে পরদিন সকালে উঠে বল বিকৃতির প্রশ্ন আসছে কোথা থেকে।
আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করেন ভারতীয় এ দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। বাদানুবাদে জড়িয়ে পড়েন ঈশান কিষান। ভারতীয় ক্রিকেটে আজকাল যিনি ‘অবাধ্য’ হিসাবে পরিচিত। আম্পায়ার ক্রেগ বলেন, “বলটা কিছুর সঙ্গে ঘষা হয়েছে। তাই নতুন বল নিতে হবে। এটা নিয়ে আর কোনও কথার দরকার নেই।” ঈশান পালটা প্রশ্ন করেন, “আমাদের এই বলেই খেলতে হবে।” তাতে আম্পায়ার ক্রেগ বলে দেন, “হ্যাঁ এই বলেই খেলতে হবে। আর কোনও আলোচনার দরকার নেই।” সঙ্গে সঙ্গে ঈশান বলে বসেন, “এটা বোকার মতো সিদ্ধান্ত।” ঈশানের মুখে ‘বোকা’ শুনে রেগে লাল আম্পায়ার ক্রেগ বলেন, “এই ধরনের মন্তব্যের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই আচরণ গ্রহণযোগ্য নয়।” যদিও পরে জানা গিয়েছে, ঈশানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না।
বল বিকৃতির অভিযোগের মধ্যে ভারতকে এই ম্যাচে হারের মুখও দেখতে হয়েছে। প্রথম ইনিংস ভারত অলআউট হয়েছিল ১০৭ রানে। জবাবে অস্ট্রেলিয়া করে ১৯৫। দ্বিতীয় ইনিংসে সাই সুদর্শনের সেঞ্চুরিতে ভর করে টিম ইন্ডিয়া করে ৩১২ রান। জবাবে অস্ট্রেলিয়া ৩ উইকেট খুইয়ে পৌঁছে যায় ২২৬ রানের লক্ষ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.