সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহকে ‘প্রাইমেট’ অর্থাৎ আদিমানব বলেছিলেন ইংরেজ ধারাভাষ্যকার ইশা গুহ। তার জেরেই নেটদুনিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েন প্রাক্তন ক্রিকেটার। অবশেষে তিনি ক্ষমা চাইলেন। ইশার কথায়, তিনি মোটেই তারকা পেসারকে অপমান করতে চাননি। বুমরাহর প্রশংসা করতে গিয়েই ওই কথা বলেছেন। তবে ইশা যেভাবে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, সেই আচরণকে বাহবা জানিয়েছেন রবি শাস্ত্রী।
ঘটনার সূত্রপাত গাব্বা টেস্টের দ্বিতীয় দিনে। দুরন্ত বোলিং করে পাঁচ উইকেট নেন বুমরাহ। বিশ্বের সেরা বোলারের থেকে তো এরকম বোলিংই আশা করা উচিত বলে মন্তব্য করেন ধারাভাষ্য দিতে আসা ব্রেট লি। তাঁর উত্তরে ঈশা গুহ বুমরাহকে ‘প্রাইমেট’ বলে বসেন। ইংরেজ ধারাভাষ্যকার বলেন, “হ্যাঁ, ও তো এমভিপি। তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, জশপ্রীত বুমরাহ।” সেই সঙ্গে তিনি বলেন, “একমাত্র ওর জন্যই ভারত সচল আছে। তাই বুমরাহ ফিট থাকবে কিনা, বা ও এই টেস্টে কেমন খেলে, সেদিকে সবার নজর ছিল।”
ইশার এই মন্তব্য সোশাল মিডিয়ায় ছড়াতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নেটিজেনরা। তবে সোমবার খেলা শুরুর আগেই প্রকাশ্যে ক্ষমা চান ইশা। তাঁর কথায়, “কাল আমি এমন একটা শব্দ ব্যবহার করেছি যেটার অনেকরকম অর্থ হয়। কাউকে আঘাত করে থাকলে আমি ক্ষমা চাইছি। অপরকে সম্মান করার বিষয়টিকে আমি সবসময় খুব গুরুত্ব দিয়ে থাকি। যদি আমার পুরো কথাটা সকলে শুনতেন তাহলে বুঝতেন যে আমি বুমরাহর প্রশংসাই করেছি। আজীবন আমি চেষ্টা করেছি, ক্রিকেটে যেন বৈষম্য কোনওভাবে স্থান না পায়।”
A very genuine apology from Isa Guha. pic.twitter.com/W97FCCEP93
— Dan News (@dannews) December 15, 2024
ভুল করেও ইশা যেভাবে ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে, তাতে মুগ্ধ শাস্ত্রী। তিনি বলেন, “ইশা খুবই নির্ভীক। প্রকাশ্যে এইভাবে ক্ষমা চাইতে যথেষ্ট সাহস লাগে। যেহেতু ইশা ক্ষমা চেয়েছেন, আশা করি এবার বিতর্ক থেমে যাবে। আমরা সকলেই মানুষ, সকলেই ভুল করি।” বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে বুমরাহর তরফে অবশ্য কোনও জবাব মেলেনি। সোমবারও তিনি তুলে নিয়েছেন একটি উইকেট। গাব্বা টেস্টের প্রথম ইনিংসে মোট ৬টি উইকেট গেল তাঁর ঝুলিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.