Advertisement
Advertisement
Rishabh Pant

নামেই দর ২৭ কোটি! পুরো টাকা পাবেন না পন্থ, কতটা কাটা যাবে করবাবদ?

২৭ কোটি টাকায় পন্থ এখন দিল্লির মসনদ ছেড়ে লখনউয়ের 'নবাব'।

IPL Mega Auction 2025: How much money will Rishabh Pant earn after tax deduction

ঋষভ পন্থ। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 27, 2024 5:11 pm
  • Updated:November 27, 2024 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল নিলামে (IPL Mega Auction 2025) তুমুল দর কষাকষি চলে ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে। শেষ পর্যন্ত ২৭ কোটি টাকায় তাঁকে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। দিল্লির মসনদ ছেড়ে পন্থ এখন লখনউয়ের ‘নবাব’। কিন্তু আদৌ কি পুরো ২৭ কোটি টাকা পাবেন ভারতীয় উইকেটকিপার? নাকি ট্যাক্সের জটিল হিসাবনিকাশ ধরে অনেকটা অংশই বাদ যাবে তাঁর স্যালারির থেকে?

পুরনো দল দিল্লি ক্যাপিটালস তাঁকে রিটেন করেনি। যদিও নিলামে পন্থের জন্য আরটিএম ব্যবহারের চেষ্টা করেছিল তারা। কিন্তু একলাফে লখনউ ২৭ কোটি দর হাঁকার পর আর কেউ পালটা দেওয়ার সাহস পায়নি। এলএসজি-তে তাঁকে অধিনায়ক করা হবে, এরকম খবরও শোনা যাচ্ছে।

Advertisement

তার সঙ্গে প্রশ্ন, শেষ পর্যন্ত কতটাকা হাতে পাবেন পন্থ? এমনিতে আয়ের উপর ৩০ শতাংশ ট্যাক্স চাপবে। সেটা অবশ্য পুরো ২৭ কোটি টাকা থেকে কাটবে না। তা কাটা হবে তিন ভাগে। ট্যাক্সের বিভিন্ন ধাপ অনুযায়ী ৫ শতাংশ, ২০ শতাংশ কাটার পর ৩০ শতাংশ কাটা হবে। সেই হিসেবে পন্থের আয় থেকে মোট ৮ কোটি ৯ লক্ষ ৬২ হাজার টাকা বাদ যাবে। না, এখানেই শেষ নয়। এই করের টাকা থেকে সেস ও সারচার্জও কাটা যাবে। সব মিলিয়ে বাদ যাবে ৯ কোটি ৬৮ লক্ষ ৩১ হাজার টাকা। অর্থাৎ সব কেটেছেঁটে পন্থ ১৭ কোটি টাকার থেকে কিছু বেশি অর্থ হাতে পেতে পারেন বলেই অনুমান। প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি করের খাতায় পড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement