আইপিএলের মেগা নিলামে বাকি হাতে গোনা কয়েকটা দিন। সেরা দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। জল্পনা রয়েছে ক্রিকেট মহলেও। মেগা নিলামে কী হতে চলেছে কোন দলের স্ট্র্যাটেজি, বিশ্লেষণে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আজ নজরে মুম্বই ইন্ডিয়ান্স।
পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বই। অথচ গত মরশুমের অভিযান একেবারেই ভালো হয়নি হার্দিক বাহিনীর। অধিনায়ক বিতর্কের পর লিগ টেবিলের শেষে ছিল মুম্বই। এবার চেনা ছন্দে ফেরার জন্য মরিয়া থাকবে আম্বানিদের দল।
রিটেনশন তালিকা: জশপ্রীত বুমরাহ ১৮ কোটি, সূর্যকুমার যাদব ১৬.৩৫ কোটি, হার্দিক পাণ্ডিয়া ১৬.৩৫ কোটি, রোহিত শর্মা ১৬.৩০ কোটি, তিলক বর্মা ৮ কোটি।
পার্স: মুম্বই ইন্ডিয়ান্সের হাতে আছে ৪৫ কোটি টাকা।
আরটিএম: তাদের হাতে আরটিএম বেঁচে ১টি। ব্যবহার করা যাবে আনক্যাপড প্লেয়ারের ক্ষেত্রে।
প্রয়োজন: দীর্ঘদিনের কোর ধরে রেখে মোট ৫ ক্রিকেটারকে রিটেন করেছে মুম্বই। দলের ব্যাটিং মোটামুটি শক্তিশালী হলেও স্পিনার একেবারেই নেই। নিলাম থেকে ঘূর্ণি বোলার কিনতে হবে মুম্বই ম্যানেজমেন্টকে। এছাড়াও তাদের প্রয়োজন উইকেটকিপারের। বুমরাহ-হার্দিক ছাড়াও বিদেশি পেসার কিনতে হবে।
লক্ষ্য কারা? ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হিসেবে বিদেশি নামের দিকে ছুটতে পারে মুম্বই। সেক্ষেত্রে তাদের প্রাথমিক লক্ষ্য হতে পারে কুইন্টন ডি’কক ও ফিল সল্ট। এই দুজনকে পেলে উইকেটকিপারের সমস্যাও মিটবে। এছাড়া ওপেনার হিসেবে জশ ইংলিশও মুম্বইয়ের নিলাম পরিকল্পনায় থাকতে পারে। হার্দিক পাণ্ডিয়া ছাড়াও একজন ফিনিশার প্রয়োজন। সেক্ষেত্রে বিদেশিদের মধ্যে পছন্দের তালিকায় আসতে পারে টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন, গ্লেন ম্যাক্সওয়েলরা। মুম্বই ইন্ডিয়ান্সে বহুদিনই বিশ্বমানের স্পিনারের অভাব। সেভাবেই তারা অভ্যস্ত। হাতে যেহেতু টাকা কম রয়েছে তাই পীযূষ চাওলা, রবিচন্দ্রন অশ্বিনের মতো বর্ষীয়ান তারকাদের তুলতে পারে। বিদেশিদের মধ্যে লক্ষ্য হতে পারে নুর আহমেদ। বিদেশি পেসারের ক্ষেত্রেও একই সমস্যা হবে। তাই তুলনায় কম দরে পাওয়া যেতে পারে ট্রেন্ট বোল্ট, জেরাল্ড কোয়েৎজি, রুরকি, লকি ফার্গুসনদের। এছাড়া অংশুল কাম্বোজ, আকাশ মাধওয়াল, অর্জন তেণ্ডুলকরের ‘আনক্যাপড’ হিসেবে আরটিএমে ব্যবহার করতে পারে মুম্বই। প্রথম একাদশের ক্রিকেটার ছাড়াও পরিবর্ত ক্রিকেটারও চাই তাদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.