Advertisement
Advertisement
IPL Auction

হন্যে হয়ে ক্যাপ্টেনের খোঁজ, দরকার বোলারও, ট্রফিখরা কাটাতে নিলামে কী স্ট্র্যাটেজি আরসিবির?

রাহুল না পন্থ? কার জন্য ঝাঁপাবে কোহলির দল?

IPL Auction: here is Royal Challengers Bengaluru auction strategy
Published by: Arpan Das
  • Posted:November 19, 2024 8:20 pm
  • Updated:November 19, 2024 8:20 pm  

আইপিএলের মেগা নিলামে বাকি হাতে গোনা কয়েকটা দিন। সেরা দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। জল্পনা রয়েছে ক্রিকেট মহলেও। মেগা নিলামে কী হতে চলেছে কোন দলের স্ট্র্যাটেজি, বিশ্লেষণে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আজ নজরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

১৭ বছরে একবারও আইপিএল জেতা হয়নি। অথচ প্রতিবারই যথেষ্ট আলোচনায় থাকে আরসিবি। চিন্নাস্বামীর ছোট-পাটা মাঠে ব্যাটারদের যেমন দাপট থাকে, তেমনই বরাবরই ভুগিয়ে এসেছে বোলিং বিভাগ। মোট কথা, টিমে ভারসাম্যের অভাব থাকে। এবার আইপিএল জিততে সেই সমস্যার সমাধান খুঁজবে আরসিবি।

Advertisement

রিটেনশন তালিকা: বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।

পার্স: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে আছে ৮৩ কোটি টাকা।

আরটিএম: হাতে আরটিএম বেঁচে ৩টি। যা ব্যবহার করা যাবে একজন আনক‌্যাপড প্লেয়ার এবং দু’জন ক‌্যাপড প্লেয়ার অথবা তিন জন ক‌্যাপড প্লেয়ারের জন্য।

প্রয়োজন: ৮৩ কোটি টাকা নিয়ে নিলামে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি-সহ তিনজন ভারতীয় ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। মেগা অকশন থেকে মূলত স্পিন এবং পেস দুরকম বোলার কিনতে হবে ম্যানেজমেন্টকে। এছাড়াও উইকেটকিপারের প্রয়োজন আরসিবির। শোনা যাচ্ছে বিরাট ফের আরসিবির নেতৃত্বে ফিরতে পারেন। সেই জল্পনা সত্যি না হলে একজন অধিনায়কেরও খোঁজে থাকবে আরসিবি।

লক্ষ্য কারা? বিরাট কোহলিকে সামনে রেখেই দলগঠনে নামবে আরসিবি। তবে প্রয়োজন অনেক। হাতেও পর্যাপ্ত টাকা। তবে সবার আগে তাদের প্রয়োজন অধিনায়ক। গতবার ফ্যাফ ডু’প্লেসিস ছিলেন, এবার তারা নতুন মুখ চাইবে। সেই তালিকায় সবার আগে আসবে কেএল রাহুলের নাম। কর্নাটকের ‘ঘরের ছেলে’ নিজেও মুখিয়ে আছেন ফেরার জন্য। তিনি দলে এলে কিপারের প্রয়োজনও মিটবে। ওপেনারের সঙ্গী পাবেন কোহলি। তবে এই তালিকায় সবচেয়ে উজ্জ্বল মুখ ঋষভ পন্থ। ওপেনিং ছাড়া সব কটা দায়িত্বই পালন করতে পারবেন। সেই সঙ্গে মিডল অর্ডার ও ফিনিশিংয়ের কাজেও সমস্যা মিটবে আরসিবি-র। এছাড়া জস বাটলারকেও নজরে রাখবে তারা। মাঝের সারির জন্য গতবারের উইল জ্যাকসকে আরটিএম ব্যবহার করে ফিরিয়ে আনার সুযোগ থাকবে বেঙ্গালুরুর কাছে। অলরাউন্ডারের জন্য ঝুঁকতে পারে স্যাম কুরান, টিম ডেভিডদের দিকে। এছাড়া ভারতীয়দের মধ্যে মাহিপাল লোমরোর, অনুজ রাওয়াতদেরও তুলতে পারে আরসিবি। বিদেশি পেসারের খোঁজে তাদের নজরে থাকবে মিচেল স্টার্ক, রাবাডাদের দিকে। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনের বিকল্প থাকবে তাদের হাতে। স্পিনার হিসেবে প্রথম লক্ষ্যই থাকবে যুজবেন্দ্র চাহালের দিকে। অন্যদিকে ভারতীয় পেসারদের মধ্যে মহম্মদ সিরাজ, আকাশদীপকে ফিরিয়ে আনতে পারে। সেই সঙ্গে যদি মহম্মদ শামিকে তুলে নিতে পারে, তাহলে যথেষ্ট শক্তিশালী হবে আরসিবি-র বোলিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement