Advertisement
Advertisement

Breaking News

IPL Auction 2025

নিলামে রেকর্ড ভাঙার খেলা, স্টার্ককে টপকালেন শ্রেয়স, সর্বকালের রেকর্ড ভাঙলেন পন্থ

এ বলে আমায় দেখ, ও বলে আমায়। নিলাম টেবিলে দেখা গেল পাঞ্জাব পন্থের জন্য গেল না। বরং মরিয়া হয়ে রিকি পন্টিংরা ঝাঁপালেন শ্রেয়সের জন্য।

IPL Auction 2025: Rishabh Pant surpasses Mitchell Starc and Shreyas Iyer to become most expensive buy in IPL
Published by: Subhajit Mandal
  • Posted:November 24, 2024 4:41 pm
  • Updated:November 24, 2024 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেয়স আইয়ার। আগের মরশুমেই কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়েছেন। শ্রেয়স (Shreyas Iyer) যে নিলাম (IPL Auction 2025) টেবিলে ঝড় তুলবেন প্রত্যাশিত ছিল। কিন্তু তা বলে তাঁর দর যে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা পর্যন্ত উঠবে সেটা হয়তো শ্রেয়স আইয়ারও ভাবেননি। কিন্তু সেই অভাবনীয় কাণ্ডটাই ঘটল। আইপিএল নিলামের প্রথম ঘণ্টাতেই মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সের জন্য রীতিমতো দড়ি টানাটানি করল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। শেষে প্রাক্তন নাইট অধিনায়ককে কিনল পাঞ্জাব।  

Advertisement

দাঁড়ান, শ্রেয়সের ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দর শুনে অবাক হচ্ছেন। অবাক হওয়া এখনও বাকি আছে। আধঘণ্টার মধ্যেই ফের শ্রেয়সের সেই রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। তিনি আবার বিক্রি হলেন ২৭ কোটি টাকায়। পন্থই এবারের আইপিএলের সবচেয়ে ‘হট প্রপার্টি’ ছিলেন। এবং প্রত্যাশিতভাবেই তিনি পেলেন ২৭ কোটি। নাটকীয়ভাবে তাঁকে কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার আপাতত পন্থই। 

IPL Auction 2025: Rishabh Pant beats Mitchel Shreyas Iyer to become most expensive buy in IPL

শ্রেয়সকে যে দিল্লি টার্গেট করবে সেটা জানাই ছিল। আবার অন্যদিকে পন্থের (Rishabh Pant) জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে পারে পাঞ্জাব এমনটাই মনে করা হচ্ছিল নিলামের আগে। কিন্তু নিলাম টেবিলে দেখা গেল পাঞ্জাব পন্থের জন্য গেল না। বরং মরিয়া হয়ে রিকি পন্টিংরা ঝাঁপালেন শ্রেয়সের জন্য। দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে বিড যুদ্ধ শুরু। সেই যুদ্ধ থামল ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় গিয়ে। পাঞ্জাবের কাছে হেরে গেল দিল্লি। আসলে পাঞ্জাবেরও অধিনায়ক প্রয়োজন। আইপিএল জেতানো অধিনায়ককে দলে নিতে তাই কোনও কৃপণতা করেনি প্রীতির ফ্র্যাঞ্চাইজি।

পন্থের জন্যও বিডিং যুদ্ধ কম হয়নি। ২০ কোটি ৭৫ লক্ষে প্রথমে তাঁকে কিনে নেয় লখনউ। কিন্তু খানিক অপ্রতাশিতভাবেই পন্থের পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি তাঁকে আরটিএম করে দলে ফেরানোর সিদ্ধান্ত নেয়। এবারের আইপিএলের নিয়ম অনুযায়ী, পুরনো ফ্র্যাঞ্চাইজি আরটিএম করতে চাইলেও ওই ক্রিকেটারকে নেওয়ার জন্য আরেকবার সুযোগ পায় বর্তমানের সর্বোচ্চ বিডার। সেই সুযোগ নিয়ে পন্থের জন্য সোজা ২৭ কোটির দর হাঁকান লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement