সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের জেড্ডায় আইপিএল নিলামের (IPL Auction 2025) প্রথম দিন উড়ল ৪৬৭.৯৫ টাকা। বিক্রি হলেন ৭২ ক্রিকেটার। যে তালিকায় সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থ। ২৭ কোটিতে তাঁকে পেল লখনউ সুপার জায়ান্টস। আর দ্বিতীয় স্থানেই রয়েছেন শ্রেয়স আইয়ার। প্রাক্তন কেকেআর অধিনায়ককে পাঞ্জাব কিংস কিনল ২৬.৭৫ কোটিতে। নতুন সংসারে শ্রেয়সকে ইতিমধ্যেই স্বাগত জানানো হয়েছে। তিনি নিজেও ভিডিও বার্তায় জানালেন, পাঞ্জাবের জার্সিতে নামতে মুখিয়ে রয়েছেন।
অতীত রেকর্ড ভেঙে রবিবার বিপুল অর্থে বিক্রি হলেন তারকারা। নিলাম টেবিলে শ্রেয়সকে নিয়ে যে দড়ি টানাটানি হবে, তা আগেভাগেই বোঝা গিয়েছিল। যতই হোক, গতবারের চ্যাম্পিয়ন দলের নেতা তিনি। তবে এবার রিকি পন্টিংয়ের তত্ত্বাবধানে খেলবেন প্রীতি জিন্টার দলে। ফ্র্যাঞ্চাইজির অফিশিয়াল এক্স হ্যান্ডেলে তারকা ব্যাটার জানালেন, “পাঞ্জাব কিংস পরিবারের সদস্য হতে পেরে দারুণ লাগছে। নতুন মরশুমের জন্য মুখিয়ে আছি।”
! ♥️#ShreyasIyer #IPL2025Auction #PunjabKings pic.twitter.com/jpJHcXPepQ
— Punjab Kings (@PunjabKingsIPL) November 24, 2024
এদিকে ১০ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে চাপাতে চলেছেন মহম্মদ শামি। তিনিও জানালেন নিজের প্রতিক্রিয়া। “এসআরএইচ আমায় দলে নেওয়ায় আমি খুশি। অরেঞ্জ আর্মির কথা অনেক শুনেছি। এবার তাদের ভালোবাসা অনুভব করব।”
From Shami bhai, with love #TATAIPL #TATAIPLAuction #PlayWithFire pic.twitter.com/lkCNzRoEzX
— SunRisers Hyderabad (@SunRisers) November 24, 2024
তাঁর দলেই খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ব্যাটার ঈশান কিষান। ১১.২৫ কোটি টাকায় তাঁকে পেয়েছে হায়দরাবাদ। জানিয়েছেন, এই ফ্র্যাঞ্চাইজির প্রত্যেক সদস্যের সঙ্গে খেলার অপেক্ষায় রয়েছেন তিনি।
Ishan Kishan is all set to fuel up the orange fire #TATAIPL #TATAIPLAuction #PlayWithFire pic.twitter.com/ZbDNxys3JK
— SunRisers Hyderabad (@SunRisers) November 24, 2024
তবে এক্ষেত্রে একেবারে ব্যতিক্রমী যুজবেন্দ্র চাহাল। তিনি কথা বলার ভঙ্গি বাকি পাঁচজনের থেকে আলাদা। তাঁর হিউমারে না হেসে উপায় থাকে না সতীর্থদেরও। ঠিক সেই চেনা ভঙ্গিতেই নিজের প্রতিক্রিয়া দিলেন চাহাল। এবারের আইপিএলের তিনি সবচেয়ে দামি স্পিনার। ১৮ কোটিতে খেলবেন পাঞ্জাবে। গর্বের সঙ্গেই তাই বলে দিয়েছেন, “নিলাম চলাকালীন একটু নার্ভাস ছিলাম। দেখলাম, গত তিনটে মরশুম মিলিয়ে যা পেয়েছিলাম, এবার সেটা পেয়েছি। যোগ্য বলেই পেয়েছি। দারুণ এক্সাইটেড।” সোমবার কোন দল কোন তারকাকে কত দামে কেনা, এবার সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.