Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

একা ধোনির ব্যাটে ৩ ছক্কা, বাকিদের মোট ৫! চেন্নাইয়ের হারের দায় কার? উঠছে প্রশ্ন

কনওয়েকে রিটায়ার্ড আউট করানো নিয়ে চর্চা, এটা কি আইপিএলের নতুন ট্রেন্ড হয়ে উঠল?

IPL 2025: Simon Doull slammed CSK for wasting MS Dhoni's firepower as chase flatlines again
Published by: Arpan Das
  • Posted:April 9, 2025 10:14 am
  • Updated:April 9, 2025 10:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যতক্ষণ ব্যাট করছিলেন, ততক্ষণই যেন চেন্নাইয়ের জয়ের আশা ছিল। কাজটা কঠিন হলেও একটা ক্ষীণ সম্ভাবনা ছিল। পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ওভারে ধোনি আউট হতেই কান্নায় ভেঙে পড়লেন এক চেন্নাই সমর্থক। ম্যাচও হারল সিএসকে। আর তারপরই প্রশ্ন, কেন আগে নামানো হবে না ধোনিকে? সেই প্রশ্ন তুলছেন সাইমন ডুলের মতো প্রাক্তনীও।

পাঞ্জাবের বিরুদ্ধে ধোনি যখন ব্যাট করতে আসেন, তখন চেন্নাইয়ের রান ১৫১। ২৫ বলে তখন দরকার ৬৯ রান। অর্থাৎ প্রতি ওভারে ১৭-র উপর দরকার ছিল। এর আগে অনেকটা নীচে নেমেছিলেন ধোনি। সেই নিয়েও অনেক সমালোচনা হয়েছেন। এদিন উইকেটের হিসেবে আগে নামলেন বটে, তবে মাথায় তখন রানের বোঝা। ধোনি শেষ পর্যন্ত ১২ বলে ২৭ রানে আউট হন। মারেন ৩টি ছয়। সেখানে গোটা দলের ছয়ের সংখ্যা ৭।

Advertisement

সেটা নিয়েই প্রশ্ন তুলছেন সাইমন ডুল। তিনি বলছেন, “ধোনি ১২ বলে তিনটে ছয় মেরেছে। সেখানে বাকিরা মিলে ৫টে ছয় মেরেছে। বোঝাই যাচ্ছে, এখনও ওর মধ্যে ছক্কা হাঁকানোর সেই ক্ষমতা আছে। তাই বলছি ওকে আগে নিয়ে আসুন। দুজন আউট হওয়ার পরও যদি ধোনি এসে ১২ বলে ২৭ করত, সেটাও পার্থক্য গড়ে দিতে পারত। কিন্তু ও যখন ব্যাট করতে এল, তখন প্রতি ওভারে ১৪ রানের বেশি দরকার ছিল। অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।” নেটদুনিয়ারও বক্তব্য, ‘এবারের আইপিএলে চেন্নাইয়ের তৃতীয় সর্বোচ্চ রান ৪৩ বছরের ধোনির। বাকিরা কী করছে?’

এর মধ্যে ডেভন কনওয়েকে রিটায়ার্ড আউট করানো হয়। এই নিয়ে এবারের আইপিএলে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। মুম্বইয়ের তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করানো নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। ৪৯ বলে ৬৯ রান করার পর কনওয়েকে ‘বসিয়ে’ দেওয়া হয়। সেই নিয়ে সাইমন ডুল বলেন, “বেশ আকর্ষণীয় সিদ্ধান্ত। ওর স্ট্রাইক রেট কম ছিল। কিন্তু ওকে বসানোও হয়েছে অনেক দেরিতে।” সেই সঙ্গে এই প্রশ্নও উঠছে এই রিটায়ার্ড আউট করানো আইপিএলের নতুন ট্রেন্ড হয়ে উঠল কি না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub