Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

ক্রিকেটের নামে বিনোদন! বোর্ডের সিদ্ধান্তে হতাশ আইপিএলে শেষ মুহূর্তে দল পাওয়া বোলার

'সবাই তো মুখ ফুটে বলতে পারছে না', বোলারদের হয়ে মাঠে নামলেন ভারতীয় পেসার।

IPL 2025: Shardul Thakur requests BCCI to get rid of Impact Player rule saying its for 'entertainment'
Published by: Arpan Das
  • Posted:March 31, 2025 6:11 pm
  • Updated:March 31, 2025 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মহানিলামে দল পাননি। লখনউ সুপার জায়ান্টসে শেষ মুহূর্তে দলে ঢুকেই ভেলকি দেখিয়েছেন শার্দূল ঠাকুর। ২ ম্যাচে তুলে নিয়েছেন ৬টি উইকেট। কিন্তু বিসিসিআইয়ের একটি সিদ্ধান্তে ‘অসন্তুষ্ট’ ভারতীয় পেসার। সেই সঙ্গে বোলারদের জন্যও কিছু সুবিধা চাইছেন তিনি।

টি-টোয়েন্টিকে এমনিতেই ব্যাটারদের খেলা বলা হয়। বোলারদের জন্য সেখানে প্রায় কিছুই নেই। এর মধ্যে প্রয়োজনমত ইমপ্যাক্ট প্লেয়ারের সুবিধা ব্যবহার করতে পাচ্ছে দলগুলি। বোর্ডের এই নিয়ম একেবারেই অপছন্দ শার্দূলের। তাঁর কাছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম ‘বিনোদনের জন্য’। তিনি বলছেন, “ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের ফলে এমনিতেই দলগুলো একজন অতিরিক্ত ব্যাটার খেলাতে পারছে। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বিনোদন দিতে পারে। খেলাও অনেকটা বদলে যায়। পিচও সাহায্য করছে। তাতে অনায়াসে ২৫০ রান উঠে যাচ্ছে।”

Advertisement

সেই সঙ্গে তিনি বলছেন, “বোলার হিসেবে শুধু বলতে চাই, একজন ব্যাটারকে আউট করার জন্য আমাদেরও সমান সুযোগ দেওয়া হোক। সবাই হয়তো মুখ ফুটে বলতে পারছে না। পিচের পরিস্থিতি নিয়েও কথা বলার উপায় নেই অনেকের। কিন্তু সব বোলারই চায় পিচ এমন ভাবে তৈরি হোক যাতে সকলে সমান সুযোগ পায়। নাহলে গোটা ম্যাচ একতরফা হয়ে যাচ্ছে।”

উল্লেখ্য এবারের আইপিএলে ১১ ম্যাচে ১০ বার ২০০-র বেশি রান উঠেছে। তার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ ২৮৬ রানও তুলেছে। গত আইপিএলে ৭৪ ম্যাচে ৪১ বার ২০০-র বেশি রান উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub