Advertisement
Advertisement

Breaking News

RCB

হায়দরাবাদের কাছে হেরেও খুশি আরসিবি! ‘ভালো লক্ষণ’ বলছেন সল্টরা, কিন্তু কেন?

কোন অঙ্কে এখনও লিগ শীর্ষে শেষ করতে পারবে আরসিবি?

IPL 2025: RCB's Jitesh Sharma and Phil Salt are kind of happy after losing match against SRH
Published by: Arpan Das
  • Posted:May 24, 2025 12:54 pm
  • Updated:May 24, 2025 12:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের লিগ পর্বের শেষবেলায় সানরাইজার্সের কাছে হোঁচট খেয়েছে আরসিবি। কিছুটা হলেও ধাক্কা খেয়েছে প্রথম দুইয়ে শেষ করার স্বপ্নও। কিন্তু তাতেও ‘খুশি’ আরসিবি শিবির। এটাকে ‘ভালো লক্ষণ’ বলেই দেখছেন তারা। কিন্তু কেন?

Advertisement

লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সানরাইজার্স তোলে ২৩১ রান। ৪৮ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ঈশান কিষান। জবাবে একটা সময় পর্যন্ত লড়াই করেছিল বেঙ্গালুরু। কিন্তু ফিল সল্ট ও বিরাট কোহলি ফিরতেই রথের চাকা বসে যায় তাদের। শেষ পর্যন্ত ৪২ রানে হারে তারা। আর সেই সঙ্গে শীর্ষে ওঠার সুযোগও হারাল। বরং নেমে এসেছে তৃতীয় স্থানে।

ইতিমধ্যেই প্লে অফে উঠে গিয়েছে আরসিবি। ফলে সেটাই আপাতত লক্ষ্য তাদের। শুক্রবারের ম্যাচের বেঙ্গালুরু অধিনায়ক জিতেশ শর্মার বক্তব্য, “কখনও কখনও হারলেও সেটা ভালো লক্ষণ। কারণ তাতে কোনটা ভালো আর কোনটা খারাপ, সেটা পরীক্ষা করে দেখা যায়। আজকের হারের পর আমাদের সেগুলো খুঁটিয়ে দেখতে হবে। আমরা হেরেও খুশি। হেরে ভালোই হয়েছে। আমরা ভালো ব্যাট করেছি। কিন্তু সামনের ম্যাচগুলোতে জিততেই হবে।”

একই কথা বলছেন ফিল সল্টও। তাঁর বক্তব্য, “এই ম্যাচটা তো প্লে অফের ম্যাচ নয়। ফলে আমরা হতাশ নই। এটা ঠিক যে, কেউ হারতে ভালোবাসে না। আমারও খারাপ লাগছে। কিন্তু এলিমিনেটরে হারার চেয়ে এখন হারা ভালো।” তবে এই ম্যাচ হারলেও আরসিবি প্রথম দুইয়ে শেষ করতে পারে। ১৩ ম্যাচে গুজরাটের পয়েন্ট ১৮। তৃতীয় স্থানে থাকা আরসিবি’র পয়েন্ট ১৭। এক ম্যাচ কম খেলে পাঞ্জাবেরও পয়েন্ট ১৭, আছে দ্বিতীয় স্থানে। ফলে লখনউকে তারা শেষ ম্যাচে হারলে শীর্ষে উঠে যাবে। সেখানে যদি গুজরাট একটি ম্যাচে ও পাঞ্জাব দুটি ম্যাচে হারে, তাহলে শীর্ষেই থাকবে আরসিবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement