সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই চিপকে সিএসকে’কে হারিয়েছে আরসিবি। এবার ফের জয় পেল বেঙ্গালুরু। তবে সেটা ক্রিকেট ময়দানে নয়, সোশাল মিডিয়ার যুদ্ধে। ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যায় ‘ইয়েলো আর্মি’কে টক্কর দিল আরসিবি। এমনকী আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার কোহলির দলেরই।
আইপিএলের প্রথম মরশুমে চিপকের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেয়েছিল আরসিবি। তারপর অপেক্ষা করতে হয়েছিল ১৭ বছর। অবশেষে এবারের আইপিএলে এসে সেই অসাধ্য সাধন করলেন রজত পাতিদাররা। রুতুরাজদের ৫০ রানে হারায় আরসিবি। এবার পালা সোশাল মিডিয়ায়। এই মুহূর্তে ইনস্টাগ্রামে বেঙ্গালুরুর ফলোয়ার সংখ্যা ১৭.৮ মিলিয়ন। আইপিএলে আর কোনও দলের এত ফলোয়ার নেই। সেখানে চেন্নাইয়ের ইনস্টাগ্রাম ফলোয়ার ১৭.৭ মিলিয়ন।
ফলে খুব বেশি পিছিয়ে নেই সিএসকে ভক্তরা। দু’দলের মধ্যে এমনিতেই মাঠে বা মাঠের বাইরে লড়াই চলে। গতবার চেন্নাইকে হারানোর পর দু’পক্ষের বচসা নিয়ে জোর চর্চা হয়েছিল। ফলে ‘ইয়েলো আর্মি’ যে ফলোয়ার সংখ্যার লড়াই জিততে মরিয়া হয়ে উঠবে সেকথা বলাই বাহুল্য। আর এই সূত্রে উঠে আসছে ট্রফি নিয়ে খোঁচাও। চেন্নাইয়ের কাছে পাঁচটি আইপিএল ট্রফি আছে। সেখানে বিরাট কোহলিরা আজ পর্যন্ত ট্রফি জিততে পারেনি। ফলে ফলোয়ার সংখ্যার লড়াইয়ে জিতলেও ট্রফির সংখ্যা নিয়ে খোঁচা হজম করতে হচ্ছে।
আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তৃতীয় স্থানে আছে মুম্বই ইন্ডিয়ান্স। ইনস্টায় তাদের ফলোয়ার সংখ্যা ১৬.২ মিলিয়ন। চতুর্থ স্থানে থাকা কেকেআরের অবশ্য অনেকটাই পিছনে। শাহরুখ খানের দলের ফলোয়ার সংখ্যা ৭ মিলিয়ন।
RCB BECOMES THE MOST FOLLOWED IPL FRANCHISE ON INSTAGRAM.
17.8M for RCB – 17.7M for CSK.
pic.twitter.com/QGPhPwz8h3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 31, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.