সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুইয়ে দুই। লখনউকে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে পাঞ্জাব কিংস। আগুনে ফর্ম অধিনায়ক শ্রেয়স আইয়ার। আগের দিন অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল। মঙ্গলবার হাফসেঞ্চুরি অধরা থাকতে পারত। শেষের দিকে রীতিমতো তাণ্ডব শুরু করেন নেহাল ওয়াধেরা। ২৫ বলে ৪৩ রান করেন তিনি। সেই নেহাল কিনা জানতেনই না এই ম্যাচ খেলবেন। তাই মাত্র একটা জার্সি নিয়ে মাঠে চলে এসেছিলেন।
এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন নেহাল। এবার ৪.২ কোটি টাকায় এসেছেন পাঞ্জাবে। লখনউয়ের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন, যথেষ্ট ‘ইমপ্যাক্টও’ রাখেন। ম্যাচের পর তিনি বলেন, “আমি জানতাম না এই ম্যাচটা খেলছি। সেই জন্য একটাই জার্সি নিয়ে এসেছিলাম। পরে জানতে পারি যে ম্যাচটা খেলব। ব্যাট করতে নেমে ঠিক করেছিলাম স্বাভাবিক খেলাটাই খেলব। সুযোগের সদ্ব্যবহার করব। শ্রেয়সও আমাকে একই কথা বলেছিল। শ্রেয়স যেভাবে নেতৃত্ব দিচ্ছে, তা প্রশংসনীয়। গত দু’বছরের আইপিএল আমাকে যথেষ্ট অভিজ্ঞ করেছে। সেই অভিজ্ঞতাই পাঞ্জাবে ব্যবহার করতে চাই। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।”
কখন জানলেন যে খেলবেন? সেটা নেহাল জানতে পারেন ম্যাচের আগে অনুশীলনের সময়। তিনি বলছেন, “রিকি পন্টিং আমার কাছে এসে বলেন, ‘যদি আমরা প্রথমে বল করি, তাহলে তুমি প্রথম একাদশে থাকবে’। তাতে আমি কিছুটা অবাকই হয়ে যাই। ভাবতে থাকি, ‘আগে বোলিং করলে আমি কেন প্রথম একাদশে থাকব’। হয়তো কোথাও ভুল হচ্ছে।”
লখনউয়ের ব্যাটিংয়ের শেষ দিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন। শ্রেয়স যখন ৪৬ রানে দাঁড়িয়ে, তখন চার-ছক্কায় ম্যাচ প্রায় জিতিয়েই দিয়েছিলেন। অবশ্য শেষে ছয় মেরে শ্রেয়স হাফসেঞ্চুরি করেন। ৮ উইকেটে ম্যাচ জেতে পাঞ্জাব। ম্যাচের আগে পাঞ্জাব একটি ভিডিও পোস্ট করেছিল। যেখানে লখনউয়ের ‘আদাব’ নিয়ে মজা করা হয়েছিল নেহালের সঙ্গে। ম্যাচের পর তিনি ‘আদাব’ শেখালেন লখনউকে, বলছেন নেটিজেনরা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.