সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েও বাদ পড়তে হল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে! ব্যাপারটা হজম করতে পারেননি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে ভেঙে না পড়ে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। ভুলত্রুটি শোধরানোর চেষ্টা করেছেন। অবশেষে আইপিএলে (IPL 2025) এসে পরিশ্রমের ফল পাচ্ছেন তারকা পেসার। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি।
রবিবারের ম্যাচে সিরাজের দাপটেই গুঁড়িয়ে যায় হায়দরাবাদ। ২০ ওভারে মাত্র ১৫২ রান তোলে প্যাট কামিন্সের দল। রান তাড়া করতে নেমে সহজেই ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স। এদিন হায়দরাবাদে নিজের ঘরের মাঠে খেলতে নেমেছিলেন সিরাজ। তাই ম্যাচ দেখতে হাজির ছিল তারকা পেসারের পুরো পরিবার। তাঁদের সামনে দুরন্ত পারফর্ম করতে পেরে খুশি তারকা পেসার। ম্যাচের সেরাও বেছে নেওয়া হয়েছে তাঁকে।
তবে দারুণ সাফল্য পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার বিষয়টি এখনও ভুলতে পারেননি সিরাজ। ম্যাচের পর পুরস্কার প্রদান মঞ্চে এসে তিনি বলেন, “একটা সময়ে আমি হজমই করতে পারতাম না যে জাতীয় দল থেকে বাদ পড়েছি। তবে মনের জোর হারাইনি। নিজের ফিটনেস, বোলিং-সবকিছু নিয়েই অনেক খেটেছি। যা ভুল হচ্ছিল, সেগুলো ঠিক করেছি। তবে এখন নিজের বোলিং দারুণ উপভোগ করছি। আসলে পেশাদার ক্রিকেটার হিসাবে টানা অনেকটা সময় জাতীয় দলে থাকার পর বাদ পড়া- বিষয়টা নিয়ে নিজের উপরেও সন্দেহ তৈরি হয়। তবে আইপিএলকে পাখির চোখ করে নিজেকে প্রস্তুত করেছি।”
ঘরের মাঠে পরিবারের সামনে খেলতে পেরে খুশি সিরাজ। তাঁর দুরন্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। এদিনের ম্যাচে আরও এক নজির গড়েছেন তারকা পেসার। আইপিএলে ১০০ উইকেটের মালিক হলেন তিনি। জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের সঙ্গে একাসনে বসলেন সিরাজ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার যন্ত্রণা কি ভুলতেম পারবেন তারকা পেসার?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.