অনিকেত বর্মা। ছবি: বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাখচিত ব্যাটিং লাইন আপ। একাধিকবার ৩০০-র কাছাকাছি রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। কিন্তু দিল্লির (DC) বিরুদ্ধে একে একে ফিরে গেলেন অভিষেক শর্মা, ঈশান কিষান, ট্র্যাভিস হেডরা। সেখানে পরিত্রাতার নাম অনিকেত বর্মা। ৪১ বলে ৭৪ রান করে যান তিনি। মাত্র তিন বছরে বয়সে মাকে হারানো ক্রিকেটার অনিকেতই শেষ পর্যন্ত ভরসা দিলেন হায়দরাবাদকে।
আইপিএলের (IPL 2025) প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২৮৬ রান করেছিলেন প্যাট কামিন্সরা। পরের ম্যাচে ২০০ রানও তুলতে পারেনি তারা। আর এদিন দিল্লির বিরুদ্ধে গুটিয়ে গেল ১৬৩ রানে। সেটাও হত না যদি অনিকেত বর্মা জ্বলে না উঠতেন। মহাতারকাদের বিদায়ের মধ্যেই আইপিএলের মঞ্চে উঠে এলেন নতুন তারকা। মিচেল স্টার্ক, মুকেশ কুমারদের শাসন করে ৪১ বলে ৭৪ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ৬টি ছয়। শেষ পর্যন্ত আউট হন কুলদীপ যাদবের বলে।
আইপিএল মহা নিলামে মাত্র ৩০ লক্ষ টাকায় তাঁকে তুলে নিয়েছিল হায়দরাবাদ। ২০০২ সালে ঝাঁসিতে জন্ম তাঁর। কিন্তু মাত্র তিন বছর বয়সে মাকে হারান। কাকা অমিত বর্মা তাঁকে মানুষ করেন। ক্রিকেট নিয়ে প্রবল আগ্রহ ছিল তাঁর কাকার। ব্যক্তিগত আঘাত সামলে ক্রিকেটের মঞ্চেই নিজেকে উজাড় করে দেন অনিকেত। ২০২৪-এ মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে ৬ ইনিংসে ২৭৩ রান করেন। তার মধ্যে ৩২ বলে ১০০ রানের একটা ইনিংসও ছিল।
সেখান থেকেই তিনি নজরে আসেন। রেলওয়ে ইউথ ক্লাবে ক্রিকেট কেরিয়ার শুরু করার পর যোগ দেন ফেথ ক্রিকেট ক্লাবে। হায়দরাবাদের ট্রায়ালে সুযোগ পেয়ে জ্বলে ওঠেন তিনি। সেখানে ছয় ওভারে ৭২ রান রান করেন। পাওয়ার হিটিংয়ে নজর কাড়েন। কোহলির থেকে ফ্লিক, রোহিতের থেকে পুল শট আর ধোনির থেকে ধৈর্য্য শিখতে চান। আইপিএল শুরুর আগে জানিয়েছিলেন, “আইপিএলে দল পাওয়ার পর কাকা খুব খুশি হয়েছিল।” আশা করা যায়, এদিনের ইনিংসে অনিকেতের কাকা নিশ্চয়ই আরও খুশি হবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.