Advertisement
Advertisement

Breaking News

KKR

‘দামি প্লেয়ার মানেই কি প্রতি ম্যাচে রান করতে হবে?’ কেকেআর’কে জিতিয়ে বিস্ফোরক ভেঙ্কটেশ!

হায়দরাবাদকে খোঁচা দেওয়ার সুযোগও ছাড়লেন না কেকেআর অলরাউন্ডার।

IPL 2025: KKR players Venkatesh Iyer said that price tag doesn't mean he needs to fire in every game
Published by: Arpan Das
  • Posted:April 4, 2025 2:42 pm
  • Updated:April 4, 2025 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে প্রথম জয় পেল নাইট রাইডার্স। রানে ফিরলেন ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ আইয়ার। এর আগের দুটি ম্যাচে রান পাননি। সেই নিয়ে দীর্ঘ চর্চাও হয়েছে। আর ম্যাচ জিতিয়ে ভেঙ্কটেশ জানালেন, তিনি দলের সবচেয়ে দামি ক্রিকেটার মানেই সব ম্যাচ জেতানোর দায় নেই। আসলে ভেঙ্কটেশ জোর দিলেন টিম গেমের উপর।

প্রথম দুই ম্যাচে নাইট অলরাউন্ডার করেছিলেন ৯ রান। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে মোক্ষম সময়ে জ্বলে উঠলেন তিনি। সমর্থকদের আদরের ‘ভেঙ্কি’ ২৯ বলে করলেন ৬০ রান। মারলেন ৭টি চার ও ৩টি ছয়। সেই সঙ্গে সমালোচকদের মুখও বন্ধ করলেন তিনি। এর পাশাপাশি হাফসেঞ্চুরি করেন তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশী। রিঙ্কু সিং অপরাজিত থাকেন ১৭ বলে ৩২ রানে। নাইটরা ম্যাচ জেতে ৮০ রানে।

Advertisement

ম্যাচের পর ভেঙ্কটেশ বলেন, “একবার আইপিএল শুরু হয়ে গেলে আমার দাম ২০ লক্ষ নাকি ২০ কোটি, সেটা যায়ে আসে না। আমি কীভাবে ক্রিকেট খেলব, সেটা টাকা ঠিক করে দেবে না। আমাদের দলে অঙ্গকৃষ রয়েছে। ও খুব ভালো খেলছে। এটা ঠিক যে, নিলামের দাম ও প্রত্যাশা নিয়ে প্রশ্ন আসবেই। কিন্তু আমার লক্ষ্য শুধু দলের সাফল্যে অবদান রাখা। আমি সবচেয়ে বেশি টাকা পাচ্ছি মানে এই নয়, প্রতি ম্যাচে আমায় রান করতে হবে। দলে কতটা প্রভাব রাখতে পারছি, সেটাই আসল।”

তবে চাপ একটা থাকেই। সেটা স্বীকার করে নিচ্ছেন ভেঙ্কটেশ। তিনি বলছেন, “ভালো খেলতে পারছি কি না সেটা নিয়ে চিন্তিত। টাকা নিয়ে চিন্তিত নই।” সেই সঙ্গে হায়দরাবাদকে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়ছেন না তিনি। কেকেআর অলরাউন্ডার বলছেন, “আমাদের কাছে আগ্রাসনের বিষয়টা অন্যরকম। আমরা এমন দল নই যে একদিন ২৫০ করব, আরেকদিন ৭০ করব। আমরা পিচ ও পরিস্থিতি বুঝে খেলি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub