Advertisement
Advertisement

Breaking News

KKR

আগামী মরশুমের শপথ নাইটদের, সমর্থকদের কাছে ভরসা রাখার বার্তা রাসেলের

অন্যদিকে নকআউট পর্বে আরসিবিতে ফিরতে পারেন জশ হ্যাজেলউড।

IPL 2025: KKR is preparing for next season

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:May 24, 2025 2:54 pm
  • Updated:May 24, 2025 2:54 pm  

স্টাফ রিপোর্টার: রবিবার গ্রুপের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এবারের আইপিএলের শেষ ম্যাচ কেকেআরের। প্লে অফের আশা শেষ হয়ে গিয়েছে। টিম দিল্লি পৌঁছে গিয়েছে। শেষ ম্যাচের পর সেখান থেকেই যে যার মতো ফিরে যাবেন।

Advertisement

অজিঙ্ক রাহানেরা এখন যেনতেন প্রকারেন সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটা জিতে আইপিএল শেষ করতে চাইছেন। টিমের সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার যেমন বলছিলেন, “অনেক সময় ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তবে কিছু করার নেই। এবারের আইপিএল থেকে অনেক কিছু শেখার রয়েছে। পরের বছর অনেক শক্তিশালী হয়ে ফিরব। আরও ভালো রেজাল্ট করব।” দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আবার বলছিলেন, “ক্রিকেট উত্থান-পতন থাকেই। এবারের আইপিএলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের পক্ষে যায়নি। পরের মরশুমে আরও ভালো খেলতে হবে। আমাদের ইতিবাচক থাকতে হবে।” সমর্থকদের কথা বারবার শোনা গেল রাসেল থেকে ভেঙ্কটেশের গলায়। রাসেল যেমন বলছিলেন, “ওঁরা সবসময় আমাদের সমর্থন করেছেন। আমাদের ভালো খেলার প্রেরণা জুগিয়েছেন। ম্যাচ জিতি কিংবা হারি-সমর্থকরা একইভাবে আমাদের সমর্থন করে গিয়েছেন। ওঁদের উদ্দেশ্যে একটা কথাই বলব- আমাদের উপর ভরসা রাখুন। আমরা ফিরবই।” ভেঙ্কটেশের বার্তা, “আমাদের টিম এবার ভালো খেলতে পারেনি। জানি, আপনাদের হতাশ করেছি আমরা। নিজে ভালো পারফর্ম করতে পারেনি। তবে সবাই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। শেষ ম্যাচটা আমরা সমর্থকদের জন্য জিততে চাই।”

অন্যদিকে প্লে অফে নামার আগে স্বস্তির খরব রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। আইপিএলের নকআউট পর্বে দলে ফিরতে পারেন জশ হ্যাজেলউড। ১০ ম্যাচে ১৮ উইকেট নেওয়া অস্ট্রেলীয় পেসারের পারফরম্যান্স এবার আরসিবি-র দুরন্ত ফর্মের অন্যতম অনুঘটক।

গত ২৭ এপ্রিল শেষবার আইপিএলে মাঠে নামেন হ্যাজেলউড। এরপর আর চোটের জন্য খেলতে পারেননি তিনি। ৯ মে ভারত-পাক সংঘর্ষের আবহে আইপিএল স্থগিত হয়ে যায়। সেসময় অস্ট্রেলিয়া ফিরে যান ৩৪ বছরের এই পেসার। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ব্রিসবেনে তিনি। সেখানে অস্ট্রেলীয় বোর্ডের পাশাপাশি আরসিবি-র মেডিকেল টিমও নজর রাখছে হ্যাজেলউডের উপর। সবকিছু ঠিক থাকলে, ২৯ মে আইপিএলের প্লে অফ পর্ব শুরু হওয়ার আগেই ভারতে ফিরতে চলেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement