সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পালা শেষ না হতেই শুরু হতে চলেছে আইপিএল। ১০ দলের লড়াইয়ে মেতে উঠবে কোটি টাকার লিগ। অনেকে বলেন, টি-টোয়েন্টির প্রতি অতি আগ্রহের কারণে টেস্ট খেলার ধৈর্য্য কমছে ক্রিকেটারদের। আবার বিরোধী মতও আছে। আইপিএল যে ভারতের জন্য আশীর্বাদ স্বরূপ, সেরকম মনে করেন অনেকে। এমনকী, আইপিএলের জন্যই একসঙ্গে দু-তিনটে দল নামিয়ে দিতে পারবে ভারত। এরকমই দাবি প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিকের।
২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার আরসিবি-র ব্যাটিং কোচ ও মেন্টর কার্তিক। তাঁর সাফ বক্তব্য, “আইপিএলের জন্য প্লেয়ারদের মধ্যে লড়াকু মানসিকতা এসেছে। তারা আর্থিক সুবিধা পাচ্ছে। মালিকরাও প্রচুর টাকা ইনভেস্ট করছে। ফলে পরিকাঠামো উন্নত হচ্ছে। আর সেটা হলে খেলার মানও বাড়বে।”
বিশ্বের সেরা ক্রিকেটাররা ভারতে খেলতে আসে। আবার দেশের উঠতি প্রতিভাদেরও তুলে আনা হয়। সব দলেই ভারতীয় তারকারা গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেটা মনে করিয়ে দিয়ে কার্তিক বলছেন, “যখন থেকে আইপিএল ভারতীয় ক্রিকেটে এসেছে, তখন থেকে একসঙ্গে দুটো বা তিনটে দল নামিয়ে দিতে পারবে ভারত। আর প্রত্যেকটাতেই জয় পেতে পারে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারত খুবই ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। প্রতিভাসম্পন্ন ক্রিকেটারদের কীভাবে তুলে আনতে হবে, সেটার পদ্ধতি খুব ভালো।”
উল্লেখ্য, কিছুদিন আগে একই রকম দাবি করেছিলেন মিচেল স্টার্কও। তাঁর মতে, ভারত একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে পারে। এতটাই শক্তিশালী টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.