সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল নিলামের (IPL 2025 Auction) আর মাত্র কয়েকদিন বাকি। চড়ছে উত্তেজনার পারদ। ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অসংখ্য মহাতারকার ভাগ্যনির্ধারণ হবে। কে যাবে কোন দলে? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আবার অনেক তারকা ক্রিকেটারের জন্য কোনও দল নিলামে সাড়াশব্দই করবে না। নিলামে কারা থেকে যাবেন ‘আনসোল্ড’-এর দলে?
কেন উইলিয়ামসন: সাম্প্রতিক কালে চেনা ফর্মে নেই কিউয়ি মহাতারকা। অথচ ২০২১-এর আইপিএলের মাঝপথে সানরাইজার্সের অধিনায়ক হয়েছিলেন। পরের মরশুমটা অবশ্য একেবারেই ভালো কাটেনি। আবার ২০২৩-এ গুজরাট তাঁকে কিনলেও চোটের জন্য প্রায় কোনও ম্যাচেই খেলতে পারেননি। এখনও সম্পূর্ণ চোটমুক্ত নন। স্ট্রাইক রেটের পতন ঘটেছে। সব মিলিয়ে আইপিএলে তাঁর দল পাওয়ার সম্ভাবনা বেশ কম।
অজিঙ্ক রাহানে: ভারতের টেস্ট ক্রিকেটে দীর্ঘদিনের স্তম্ভ ছিলেন রাহানে। কিন্তু দেশের জার্সিতে আপাতত ‘ব্রাত্য’। যদিও চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন। এর মধ্যে রাজস্থানের অধিনায়কও ছিলেন। দুটো মরশুমে ৫০০-র উপরে রানও করেছিলেন। টি-টোয়েন্টির জগতে তাঁর স্ট্রাইক রেট নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। ফলে ৩৬ বছর বয়সি ক্রিকেটার আদৌ কোনও দল পান কিনা, সেদিকে নজর থাকবে।
শাকিব আল হাসান: বাংলাদেশের তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেটের বাইরেও অন্যান্য কারণে আলোচনায় এসেছেন। বারবার বিতর্কও বেঁধেছে। সেই তুলনায় ব্যাটে রান আসেনি। বল হাতে স্পিনের ম্যাজিকও অনেকটা ফিকে হয়েছে। তার মধ্যে মেজাজ হারিয়ে প্রায়ই গণ্ডগোলে জড়ান। এবার আইপিএলে শাকিবের ন্যূনতম মূল্য ১ কোটি টাকা। বিতর্কিত ও অফ ফর্মের প্রাক্তন নাইটকে নিয়ে আগ্রহ হারাতে পারে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি।
স্টিভ স্মিথ: অজি ক্রিকেটার নিজের জন্য ন্যূনতম মূল্য রেখেছেন ২ কোটি টাকা। এর আগে বহু দলে খেলেছেন স্মিথ। অধুনালুপ্ত রাইজিং পুণে সুপারজায়ান্টসে ধোনির জায়গায় অধিনায়কও হয়েছিলেন। কিন্তু টি-টোয়েন্টিতে তাঁর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। যে কারণে ২০২১ মরশুমের পর তাঁকে আর আইপিএলের জগতে দেখা যায়নি। এবারও পরিস্থিতি সে দিকেই যেতে পারে।
ইশান্ত শর্মা: ভারতীয় ক্রিকেট দলের মূল বৃত্ত থেকে বেশ খানিকটা দূরে ৩৬ বছর বয়সি পেসার। দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০২১ সালে। গত মরশুমে তিনি দিল্লি ক্যাপিটালসে ছিলেন। ৯ ম্যাচে তুলেছিলেন ১০টি উইকেট। এবার নিজের জন্য ন্যূনতম মূল্য রেখেছেন ৭৫ লক্ষ টাকা। শেষ পর্যন্ত তাঁকে কোনও দল কেনে কিনা, সেদিকে নজর থাকবে ক্রিকেটমহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.