Advertisement
Advertisement

Breaking News

IPL 2025 Auction

এবার মুখ বন্ধ তো? নিলামে শামির দর উঠতেই মঞ্জরেকরকে তুলোধোনা সমর্থকদের

শামির কদর যে এতটুকু কমেনি, বরং বেড়েছে, সেটাই মনে করিয়ে দিলেন ভক্তরা।

IPL 2025 Auction: Fans react as Mohammed Shami gets 3.5 crore hike from his previous salary at auction

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 24, 2024 7:10 pm
  • Updated:November 24, 2024 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল নিলামে (IPL 2025 Auction) দাম কমবে শামির! সৌদি আরবের জেড্ডায় মেগা অকশনের আগে এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। যা শুনে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তবে প্রাক্তন ক্রিকেটারের সমস্ত ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণ করে ১০ কোটিতে দল পেলেন বাংলার পেসার। আর তাতেই সমর্থকদের রোষানলে পড়তে হল মঞ্জরেকরকে।

চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটের হাত ধরে ২২ গজে কামব্যাক করেছেন বাংলার পেসার। আর ফিরেই চেনা ছন্দে ধরা দিয়েছেন তিনি। যা দেখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত, বর্ডার-গাভাসকর ট্রফির জন্য এখনই শামিকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া উচিত। তিনি এই সিরিজে যোগ দেবেন কি না, সেই জল্পনার মাঝেই আইপিএলে শামির ‘মূল্য’ নিয়ে নিজের মতামত দেন মঞ্জরেকর। বলেন, “শামিকে নিতে অনেক দলই আগ্রহী হবে। কিন্তু শামি বারবার চোটের কবলে পড়েছে। তাই আইপিএল চলাকালীনও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে কোনও দল তাকে নিয়েও যদি মাঝপথে না পায়, তাহলে সমস্যা হবে। আর সেই কারণেই ওর দর পড়তে পারে।” যা দেখে ইনস্টাগ্রাম স্টোরিতে কটাক্ষের সুরে শামি লেখেন, ‘বাবার জয় হোক। নিজের ভবিষ্যতের জন্যও একটু জ্ঞান বাঁচিয়ে রাখুন। কাজে দেবে। কেউ নিজের ভবিষ্যৎ জানতে চাইলে স্যরের সঙ্গে দেখা করুন।’

Advertisement

২০২২ আইপিএল নিলামে ৬.২৫ কোটি টাকায় শামিকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। আর এবার ১০ কোটি টাকায় তাঁকে দলে পেল সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর তাঁর জন্য বিড করেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। শামি দল পেতেই সোশাল মিডিয়ায় মঞ্জরেকরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। বলে দেন, মঞ্জরেকরের মুখ বন্ধ করে দিলেন শামি। অনেকের প্রশ্ন, এবার কী বলার আছে প্রাক্তন ক্রিকেটারের? শামির কদর যে এতটুকু কমেনি, বরং বেড়েছে, সেটাই মনে করিয়ে দিলেন সমর্থকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement