Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

মুম্বইকে হারাতেই পন্থের সঙ্গে হাসিমুখে গোয়েঙ্কা, হার্দিকের উপর রেগে আগুন আকাশ আম্বানি!

দুই দলের দুই ছবি।

IPL 2025: Akash Ambani's angry reaction on MI captain Hardik Pandya while Sanjiv Goenka patted LSG's Rishabh Pant
Published by: Arpan Das
  • Posted:April 5, 2025 10:20 am
  • Updated:April 5, 2025 10:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি দলই সমালোচনায় বিদ্ধ। দুটি দলই এখনও সেরা ফর্মে আসতে পারেনি। আর ম্যাচের ফলাফল যাই হোক না কেন, নেটদুনিয়ায় বারবার চর্চায় আসে দুই দলের মালিকের গতিবিধি। লখনউ হারলে ভাইরাল হয় সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে পন্থের ছবি। আর মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে তো গত মরশুম থেকে বিতর্ক লেগেই রয়েছে। আর দু’দলের মোকাবিলা শেষেও চর্চায় সঞ্জীব গোয়েঙ্কা ও আকাশ আম্বানি।

লখনউয়ের একানা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইকে হারিয়েছেন ঋষভ পন্থরা। ঘরের মাঠে এটাই প্রথম জয় তাঁদের। পন্থ রান না পেলেও শেষ পর্যন্ত দল জিতেছে। ম্যাচের পর মাঠে নেমে আসেন গোয়েঙ্কা। আগের ম্যাচে হারের পর তাঁর সঙ্গে পন্থের ছবি ভাইরাল হয়েছিল। নেটদুনিয়ার বক্তব্য ছিল, লখনউয়ের অবস্থা নিয়ে একেবারেই খুশি নন তিনি। যদিও সেসবই ছিল জল্পনা। শুক্রবার মুম্বইকে হারানোর পর পন্থের সঙ্গে বেশ খোশমেজাজেই গল্প করতে দেখা গেল গোয়েঙ্কাকে। দলের অধিনায়কের পিঠও চাপড়ে দিলেন। সেই সঙ্গে রোহিত শর্মার সঙ্গেও গল্প করতে দেখা যায় তাঁকে।

Advertisement

আর সম্পূর্ণ অন্য ছবি মুম্বই ইন্ডিয়ান্সের আকাশ আম্বানির। সেটা অবশ্য ম্যাচ শেষ হওয়ার আগেই। শেষ ওভারের প্রথম বলে ছয় হাঁকান হার্দিক। কিন্তু তারপর আর বড় রান আসেনি। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু হার্দিক রান না নিয়ে নিজেই ব্যাট করার সিদ্ধান্ত নেন। আর তাতেই রীতিমতো অবাক হন আকাশ আম্বানি। এমনকী রাগও লুকিয়ে রাখতে পারেননি তিনি। পঞ্চম ও ষষ্ঠ বলে বড় রান তুলে মুম্বইকে জেতাতে পারেননি হার্দিক। শেষ পর্যন্ত মুম্বই হারে ১২ রানে। এমনিতে তিলক বর্মাকে বসিয়ে দেওয়া নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। আর সেই সঙ্গে শেষ ওভারে হার্দিকের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement