Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

চেন্নাইয়ের নেতৃত্বে ফিরছেন ধোনি? বড়সড় আপডেট দিলেন খোদ চেন্নাই কোচই

কনুইয়ের চোটে দিল্লির বিরুদ্ধে অনিশ্চিত রুতুরাজ গায়কোয়াড়।

IPL 2024: MS Dhoni could be lead CSK while Ruturaj Gaikwad under injury cloud
Published by: Arpan Das
  • Posted:April 4, 2025 6:54 pm
  • Updated:April 4, 2025 7:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটে জর্জরিত চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। কনুইয়ের চোটের জন্য দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাও খেলতে পারেন। সেক্ষেত্রে চেন্নাইকে নেতৃত্ব দেবেন কে? রাচীন রবীন্দ্র, শিবম দুবে নাকি রবিচন্দ্রন অশ্বিন? সম্ভবত এরা কেউই নন। চেন্নাইয়ের নেতৃত্বে দেখা যেতে পারে এক ‘তরুণ’ উইকেটকিপারকে। সাংবাদিক সম্মেলনে এসে সেটা জানিয়ে গেলেন খোদ চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসিই।

কে এই ‘তরুণ’ উইকেটকিপার? নিশ্চয়ই নতুন করে বলার নেই। বয়স মাত্র ৪৩। একসময় ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। সিএসকে’কে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও ‘অল্পবিস্তর’ আছে। ওই মাত্র ১৫ বছর। আইপিএল জিতেছেন ‘মাত্র’ ৫টি। চেন্নাই সমর্থকরা তাঁকে ডাকেন ‘থালা’। কারওর কাছে তিনি মাহি। আর পোশাকি নাম মহেন্দ্র সিং ধোনি। দিল্লির বিরুদ্ধে রুতুরাজ না খেললে ফের ধোনিকেই নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।

Advertisement

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চোট পান রুতুরাজ। তিনি কতটা ম্যাচ ফিট, তা স্পষ্ট করে বলতে পারলেন না চেন্নাই কোচ মাইক হাসি। সেক্ষেত্রে ভরসা বলতে বহুযুদ্ধের ঘোড়া ধোনিই। হাসি বলছেন, “রুতুরাজ কতটা ফিট হতে পারে, তার উপর নির্ভর করছে ও খেলতে পারবে কি না? ওর হাত এখনও ফুলে আছে। কিন্তু ও যদি না খেলতে পারে, তাহলে এখনও জানি না নেতৃত্ব কে দেবে। কিন্তু একজন ‘তরুণ’ উইকেটকিপার নেতৃত্ব দেওয়ার জোরালো সম্ভাবনা আছে।”

ধোনির নাম অবশ্য তিনি স্পষ্ট করে বললেন না। কিন্তু ইঙ্গিতটাই যথেষ্ট নয় কি? গত মরশুমের শুরুতে দায়িত্ব ছাড়েন তিনি। এর আগে জাদেজার হাতে নেতৃত্ব দিলেও শেষ পর্যন্ত তাঁকেই দায়িত্ব নিতে হয়। এই মরশুমে তিন ম্যাচে মাত্র একটিতে জিতেছে চেন্নাই। ধোনি-ম্যাজিকে কি কামব্যাকটা শুরু হবে সিএসকে’র?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement