Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

পন্থদের বিরুদ্ধে ইমপ্যাক্ট তালিকাতেও নেই রোহিত, লখনউ দলে ঢুকলেন বাংলার আকাশদীপ

কী হল হিটম্যানের?

IPL 2024: MI captain Hardik Pandya said Rohit Sharma will miss LSG match due to Knee injury
Published by: Arpan Das
  • Posted:April 4, 2025 7:25 pm
  • Updated:April 4, 2025 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউয়ের বিরুদ্ধে খেলছেন না রোহিত শর্মা। এমনকী ইমপ্যাক্ট তালিকাতেও তিনি নেই। টসের সময় সেই খবর জানিয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি জানান যে, রোহিত হাঁটুতে চোট পেয়েছেন, সেই কারণে এদিন খেলবেন না। অন্যদিকে লখনউ দলে ফিরলেন বাংলার পেসার আকাশ দীপ। দীর্ঘদিন চোটের জন্য বাইরে ছিলেন তিনি। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

আগের ম্যাচে কেকেআর’কে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। লখনউয়ের বিরুদ্ধেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন হার্দিকরা। কিন্তু সেখানে বড় ধাক্কা। হাঁটুর চোটের জন্য দলে নেই রোহিত। চলতি আইপিএলে সাধারণত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামছিলেন হিটম্যান। যদিও সেভাবে ছাপ রাখতে পারেননি। গত তিন ম্যাচে রোহিত শর্মা করেছেন ০, ৮, ১৩ রান। তবে রোহিতের মতো ব্যাটার যে কোনও দিনই ফর্মে ফিরতে পারেন। কিন্তু সেটা লখনউয়ের বিরুদ্ধে হচ্ছে না। টসের সময় হার্দিক জানান, নেটে অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। অন্যদিকে চোট পাওয়া বুমরাহকে নিয়ে তিনি বলেন, “ও দ্রুত ফিরবে।”

Advertisement

বুমরাহ এখনও না ফিরলেও মুম্বইয়ের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটল বাংলার পেসার আকাশ দীপের। বর্ডার গাভাসকর ট্রফির সময়ই চোট পান তিনি। গত তিনমাস মাঠের বাইরে ছিলেন। অবশ্য এদিন সকালেই তিনি জানিয়েছিলেন, “আমি মাঠে ফেরার জন্য তৈরি। আমি ১০০ শতাংশ ফিট। মাঝে একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছি। ক্রিকেটে দুই-তিনমাসের বিরতি সমস্যা তৈরি করে। মাঝে যত অনুশীলনই করো না কেন, আত্মবিশ্বাস ফিরে পেতে ম্যাচ খেলতে হবে। তাই প্রথম ম্যাচটা আমার জন্য গুরুত্বপূর্ণ।” মুম্বইয়ের বিরুদ্ধেই সেই সুযোগ পাচ্ছেন আকাশ দীপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement