ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ ওভারে বাকি ছিল ২১ রান। উলটো দিকে ২৫ কোটির তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Stark)। সেখান থেকে যে করণ শর্মা (Karn Sharma) জয়ের আশা বাঁচিয়ে রাখতে পারেন, তা বোধহয় বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) অতি বড় সমর্থকও ভাবেননি। কিন্তু তিনটে ছয় মেরেও ম্যাচ জেতাতে পারলেন না করণ। হারের পর কান্নায় ভেঙে পড়তে দেখা গেল তাঁকে।
রবিবারের ইডেনে ২২৩ রানের লক্ষ্য রেখেছিল নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর ম্যাচের রাশ ধরেছিল উইল জ্যাকস আর রজত পাতিদারের জুটি। শেষ দুই ওভারে বাকি ছিল ৩১ রান। ক্রিজে তখন রয়েছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। চলতি আইপিএলে যিনি বেঙ্গালুরুর হয়ে ‘ফিনিশারের’ দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু রাসেলের বলে আউট হয়ে ফিরে গেলেন তিনি। ম্যাচ তখন প্রায় কলকাতার হাতের মুঠোয়।
কিন্তু মুহূর্তের মধ্যে পাশা বদলে দিতে শুরু করেন করণ শর্মা। স্পিনার হলেও এদিন তিনি জ্বলে উঠলেন প্রথম সারির ব্যাটারের মতো। মিচেল স্টার্কের প্রথম বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে মারলেন ছক্কা। তৃতীয় বলটাও এক্সট্রা কভারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। চতুর্থ বলটাও ছয় হাঁকালেন করণ। ২ বলে বাকি মাত্র ৩ রান। কিন্তু ওভারের পঞ্চম বলে স্টার্কের হাতে ক্যাচ তুলে দেন তিনি। শেষ বলে ফার্গুসন রান আউট হওয়ায় ১ রানে ম্যাচ জিতে যায় কলকাতা।
Karn Sharma was emotional after the match. 🥺💔
– We’re proud of your efforts, Karn! 👏 pic.twitter.com/JVmt1lNYIT
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 21, 2024
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন করণ। সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ধাক্কা সামলাতে পারেননি তিনি। সতীর্থরা এসে সান্ত্বনা দিলেও নিজেকে ধরে রাখতে পারেননি বেঙ্গালুরুর স্পিনার। যদিও বেঙ্গালুরুর হারের জন্য অনেকে কার্তিককেও দায়ী করছেন। ঊনিশতম ওভারে তিনটি বল তিনি রান নিতে চাননি। সেই সময়ে করণকে ভরসা করলে হয়তো আগেই ম্যাচ শেষ করে দিতেন তিনি। ইডেন থেকে হারের ডবল হ্যাটট্রিকের লজ্জা নিয়ে ফিরতে হত না বিরাটদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.