Advertisement
Advertisement
IPL 2024

মরণ-বাঁচন ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি, জমজমাট আইপিএলের প্লে-অফের লড়াই

বিফলে চাহালের রেকর্ড এবং স্যামসনের অনবদ্য ইনিংস।

IPL 2024: Delhi Capitals beats RR to stay in Play off race
Published by: Subhajit Mandal
  • Posted:May 7, 2024 11:26 pm
  • Updated:May 8, 2024 3:46 pm  

দিল্লি ক্যাপিটালস: ২২১-৮ (অভিষেক পোড়েল ৬৫, ম্যাকগ্রুক ৫০)
রাজস্থান রয়্যালস: ২০১-৮ (সঞ্জু স্যামসন ৮৬, পরাগ ২৭)
দিল্লি ক্যাপিটালস ২০ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
আইপিএলের (IPL 2024) মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থানকে ২০ রানে হারিয়ে দিল সৌরভ-পন্টিংদের দল। দিল্লির হয়ে নজর কাড়লেন বঙ্গসন্তান অভিষেক পোড়েল এবং তরুণ ওপেনার ম্যাকগ্রুক।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান (Rajasthan Royals)। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দিল্লি। তরুণ ওপেনার ফ্রেসার ম্যাকগ্রুক এদিনও মাত্র ২০ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন। আরেক ওপেনার অভিষেক পোড়েলও ৩৬ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। চলতি আইপিএল দিল্লির স্তম্ভ হয়ে উঠেছেন এই বঙ্গসন্তান। দুই ওপেনারের গড়ে দেওয়া প্ল্যাটফর্মে ‘ফিনিশিং টাচ’ দেন ট্রিস্টান স্টাবস। শেষদিকে ২০ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনিও। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে দিল্লি করে ৮ উইকেটের বিনিময়ে ২২১ রান।

Advertisement

[আরও পড়ুন: ভাটপাড়ায় মোদির সভার আগে জেসিবি নামিয়ে মাঠ খোঁড়াখুঁড়ি! নিশানায় তৃণমূল শাসিত পুরসভা]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল এদিন মাত্র ৪ রান করেন। বাটলারও মাত্র ১৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। এর পর লড়াইটা শুরু করেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কঠিন পরিস্থিতিতে মাত্র ৪৬ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। রিয়ান পরাগ (২৭), শুভম দুবেরাও (১২ বলে ২৫) দ্রুত রান তোলেন। তবে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব ছিল রভম্যান পাওয়েলের উপরে। কিন্তু শেষটা করতে পারলেন না তিনি। শেষদিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গেল রাজস্থান। শেষপর্যন্ত তাঁদের ইনিংস শেষ হল ৮ উইকেটে ২০১ রানে। দিল্লি জিতল ২০ রানে।

[আরও পড়ুন: তিন হাজার কেজির পোলাও ভোগ! মনস্কামনা পূরণে বড়মার অন্নকূট উৎসবে ভক্তের ঢল]

জয়ের ফলে পুরোপুরি প্লে-অফের দৌড়ে চলে এল দিল্লি (Delhi Capitals)। আপাতত তাঁদের সংগ্রহে ১২ ম্যাচে ১২ পয়েন্টে। শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লে-অফে চলে যেতে পারে তাঁরা। অন্যদিকে, এদিনের হারের ফলে শীর্ষে যাওয়ার সুযোগ হারাল রাজস্থান। শীর্ষস্থান আপাতত কেকেআরের দখলে। এদিনের ম্যাচে আরও একটি চমকপ্রদ বিষয় হল যুজবেন্দ্র চাহালের রেকর্ড। প্রথম ভারতীয় হিসাবে টি-২০ ক্রিকেটে ৩৫০ উইকেট শিকার করলেন তিনি। এদিন ঋষভ পন্থের উইকেট নিয়ে এই নজিরে পৌঁছান চাহাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement