Advertisement
Advertisement
IPL 2023

সানরাইজার্সের বিরুদ্ধে টানটান ম্যাচে জয়, প্লে-অফের লড়াই জমিয়ে দিল লখনউ

তিনটি দলের প্লে-অফে খেলার আশা কার্যত শেষ।

IPL 2023: LSG beats SRH as play off race gets interesting | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 13, 2023 7:40 pm
  • Updated:May 13, 2023 7:41 pm  

সানরাইজার্স: ১৮২-৬ (ক্লাসান ৪৭, সামাদ ৩৭)
লখনউ সুপার জায়ান্টস: ১৮৫-৩ (প্রেরক মানকড় ৬৪, পুরান ৪৪)
লখনউ সুপার জায়ান্টস ৭ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের শেষলগ্নে আইপিএল (IPL 2023)। মেগা টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই জমজমাট হচ্ছে প্লে-অফের লড়াই। শনিবার সেই লড়াই আরও খানিকটা জমিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে প্রথম চারে উঠে এল LSG।

Advertisement

শনিবার হায়দরাবাদে প্রথমে ব্যাট করে ১৮২ রান দলে সানরাইজার্স (SRH)। শুরুটা বিশেষ ভাল না হলেও শেষদিকে ক্লাসান এবং আবদুল সামাদের দুর্দান্ত ইনিংসের সুবাদে সম্মানজনক স্কোরে পৌঁছে যায় হায়দরাবাদের দলটি। ২৯ বলে ৪৭ রান করেন ক্লাসান। আর সামাদ করেন ২৫ বলে ৩৭ রান।

[আরও পড়ুন: দুর্নীতিগ্রস্ত, ফাঁকিবাজদের তৃণমূলে ঠাঁই নেই, অনুব্রতহীন বীরভূমে বার্তা অভিষেকের]

১৮৩ রান হায়দরাবাদের পিচে খুব একটা সহজ লক্ষ্য ছিল না। একটা সময় বেশ চাপেও পড়ে গিয়েছিল সানরাইজার্স। কিন্তু তরুণ প্রেরক মানকড় এবং পুরানের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ৪ বল বাকি থাকতে ম্যাচ পকেটে পুরে ফেলে লখনউ। তরুণ প্রেরক করেন ৪৫ বলে ৬৪ রান আর পুরান মাত্র ১৩ বলে ৪৪ রান করেন।

[আরও পড়ুন: আইপিএলে মোহনবাগান রং! ২০ মে’র ইডেনে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবে লখনউ]

লখনউয়ের এই জয় আইপিএলের প্লে-অফের আরও জমজমাট করে দিল। জয়ের ফলে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল LSG। রাজস্থান রয়্যালস নেমে গেল পঞ্চম স্থানে। লড়াইটা আরও কঠিন হল রাজস্থান, আরসিবির মতো দলগুলির জন্য। কেকেআরের জন্যও প্লে-অফে যাওয়া এখন কার্যত অসম্ভব ব্যাপার। অন্যদিকে লড়াই থেকে কার্যত ছিটকে গেল হায়দরাবাদও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement