গোঙ্গাদি তৃষা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়া ইতিহাস লিখলেন ভারতের গোঙ্গাদি তৃষা। সুপার সিক্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ব্যাটার। এই প্রথম মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও ক্রিকেটার সেঞ্চুরি করলেন। ভারতও সহজেই ১৫০ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে।
সুপার সিক্সের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত। আর শুরু থেকেই ঝড় তোলেন দুই ওপেনার কমলিনী ও তৃষা। স্কটল্যান্ডের বোলাররা পাত্তাই পাননি দুই ব্যাটারের কাছে। ১০ ওভারের মধ্যেই ১০০ রান করে ফেলেন দুজনে। হাফসেঞ্চুরি করে আউট হয়ে যান কমলিনী। ভারতের রান তখন ১৪৭। কিন্তু তৃষার ঝড়ে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল স্কটল্যান্ড। ম্যাচের ১৮তম ওভারে সেঞ্চুরি করেন তৃষা। আর সেটা এল মাত্র ৫৩ বলে।
শেষ পর্যন্ত ৫৯ বলে ১১০ রানে অপরাজিত থাকেন তৃষা। ২০ বলে ২৯ রান করেন সানিকা চালকে। নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়ায় ২০৮। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও আগুন ঝরালেন তৃষা। ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে ম্যাচের সেরাও তিনি। ভারতের হয়ে ৪ উইকেট তোলেন আয়ুষী। বাকি ৩ উইকেট বৈষ্ণবী শর্মার। ফলে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি স্কটিশরা। ১৪ ওভারে ৫৮ রানে থেমে যায় তাদের ইনিংস। ভারত ম্যাচ জেতে ১৫০ রানে। এই জয়ের ফলে ৪ ম্যাচে ভারতের পয়েন্ট ৮।
An Impressive
Trisha G is making a name for herself
Updates
https://t.co/feBJlxclkZ#TeamIndia | #INDvSCO | #U19WorldCup pic.twitter.com/9Rldc8kB6e
— BCCI Women (@BCCIWomen) January 28, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.