রোহিত শর্মা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো টুর্নামেন্টের বাদবাকি দলগুলোর ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ। অন্য দিকে, সম্পূর্ণ ভিন্ন সময়ে খেলতে নামা। সব মিলিয়ে, আসন্ন বিশ্বকাপে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের কাজ খুব সহজ নয়। বিশ্বকাপ হোক আর যা-ই হোক।
সাধারণত, টি-টোয়েন্টি ম্যাচ রাতে হয়ে থাকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যেহেতু বাকি পৃথিবীর সময়ের ফারাক বিশাল, তাই খেলার সম. বদলে গিয়েছে। ভারতের খেলা যেমন হবে স্থানীয় সময় সকাল সাড়ে দশটা থেকে। যাতে ভারতীয় দর্শকদের দৈনন্দিন কাজকর্ম মিটিয়ে বিশ্বকাপ দেখতে কোনও সমস্যা না হয়। মুশকিল হল, অ্যাডজাস্টমেন্ট যা করার, টিমকে করতে হবে। যা করা, মোটেও জলবৎ তরলং নয়।
কারণ, গত দু’মাস ধরে রাতে আইপিএল ম্যাচ খেলার পর বিশ্বকাপ খেলতে গিয়েছেন ক্রিকেটাররা। যে কারণে, আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচকে প্রবল গুরুত্ব দিচ্ছেন রোহিত। ভারত অধিনায়ক চান না, পরিবেশ নিয়ে টিম ঝামেলায় পড়ুক। তিনি চাইছেন, যতটা সম্ভব নিজেদের তৈরি করে নামতে।
‘‘প্র্যাকটিস ম্যাচ খেলার চেয়েও আমাদের কাছে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কের পরিবেশ বুঝে ওঠা। আমরা এখানে কখনও আগে খেলিনি। তাই ৫ জুন টুর্নামেন্ট শুরুর আগে যতটা সম্ভব তৈরি করে নিতে চাই নিজেদের,’’ আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছেন রোহিত।
পরিবেশের মতো আরও একটা সমস্যার সম্মুখীন হতে হবে ভারতীয় টিমকে। সেই সমস্যার নাম পিচ। কারণ, যে মাঠে খেলা, সেখানে ‘ড্রপ ইন’ পিচের বন্দোবস্ত করা হয়েছে। যে পিচে খেলে খুব একটা অব্যস্ত নয় ভারত। ‘‘আসলে মাঠ, পিচ এ সমস্তর সঙ্গে সহজাত হয়ে যাওয়া জরুরি। নিজেদের ছন্দ পায়া জরুরি,’’ সঙ্গে যোগ করেছেন রোহিত।
বিশ্বকাপের ভারতীয় দলের প্রথম যে গ্রুপটা মার্কিন যুক্তরাষ্ট্রে পদার্পণ করেছে, সেখানে ছিলেন রোহিত। সঙ্গে মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজারা। তবে শুধুমাত্র ট্রেনিংই নয়। সময় বার করে যে মাঠে ভারতের খেলা হবে, সেখানেও ঘুরে এসেছেন রোহিত। শুক্রবারই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তিনি গিয়েছিলেন নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিশ্বকাপ ট্রফির সঙ্গে একটা ফোটোসেশন ছিল।
পরে রোহিত বলেছেন, ‘‘খুবই সুন্দর মাঠ। আর খোলা মাঠ। আমার তো প্রথম ম্যাচ খেলতে নামার জন্য আর তর সইছে না। আর মাঠের দর্শকাসনও মন্দ নয়।’’ ভারতীয় টিমের প্র্যাকটিস পর্ব চলছে ক্যান্টিয়াগ পার্কে। এ দিন ঐচ্ছিক প্র্যাকটিস সেশন রাখা হয়েছিল। বিশ্বকাপ টিমের সঙ্গে যোগ দেওয়া বাকি ছিল একমাত্র বিরাট কোহলির। এ দিন তিনি ভারতীয় শিবিরে ঢুকেও পড়লেন। বোর্ডের এক কর্তা যা বলে দিলেন।
উল্টো দিকে বাংলাদেশ, যাদের বিরুদ্ধে আজ প্রাক্ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নামছে ভারত, তারা কিছুটা দুশ্চিন্তায়। না, মাঠ কিংবা পরিবেশ, বাংলাদেশের চিন্তার কারণ নয়। নাজমুল হাসান শান্তদের দুশ্চিন্তার কারণ, বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্তব্ধ করে দেওয়া সিরিজ হার। গত সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১-২ টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। যার পর প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে সাকিব-আল-হাসানদের। সেই অবস্থায় অনিন্দ্যসুন্দর মাঠে ভারতের বিরুদ্ধে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন শান্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.