দেবাশিস সেন, অ্যাডিলেড: অ্যাডিলেড টেস্টে টসে জিতে ফের ব্যাটিং নিল ভারত। এদিন তিনটি পরিবর্তন হয়েছে ভারতীয় দলে। অধিনায়ক রোহিত শর্মা ফিরেছেন। চোট সারিয়ে রানে ফেরা শুভমান গিলকেও রাখা হয়েছে প্রথম একাদশে। পারথ টেস্টে বাদ পড়লেও গোলাপি বলের ম্যাচে ফের ভারতীয় দলে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে কঠিন পিচেও টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত।
ব্যক্তিগত কারণে প্রথম টেস্টে খেলেননি রোহিত। অ্যাডিলেডেই চলতি সিরিজে প্রথমবার খেলতে নামবেন তিনি। তবে আগেই রোহিত জানিয়ে দিয়েছিলেন, পারথে দারুণ খেলা ওপেনিং জুটি ভাঙতে চান না। তাই নিজেকে মিডল অর্ডারে নামিয়ে আনবেন। টিম লিস্টে রোহিতের নাম রয়েছে ৬ নম্বরে। চোট সারিয়ে প্রস্তুতি ম্যাচে ফিরে রান পেয়েছেন শুভমান গিল। তাঁকে তিন নম্বরেই নামানো হবে। গত ম্যাচে ৬ নম্বরে খেলা ধ্রুব জুরেল এবং ৩ নম্বরে খেলা দেবদত্ত পাড়িক্কলকে বসানো হয়েছে। এছাড়াও পারথ টেস্টে খেলা অয়াশিংটন সুন্দরের বদলে দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। বঙ্গ পেসার আকাশ দীপকে নিয়ে জল্পনা থাকলেও গোলাপি বলের টেস্টের দলে তাঁর জায়গা হল না।
চার বছর আগে এই অ্যাডিলেডেই ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টেও পেস সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করে ৪৬ রানে ভারত অলআউট হয়ে যায়। এদিন রোহিত টসে জিতে ব্যাটিং নেওয়ার পরেই ফের প্রশ্ন উঠছে, ভারত অধিনায়ক কি সঠিক সিদ্ধান্ত নিলেন? আবহাওয়ার পূর্বাভাস বলছে, অ্যাডিলেডে বৃষ্টি হতে পারে। টসের সময়ও কিছুটা মেঘলা ছিল আকাশ। সোশাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের আশঙ্কা, আবারও ব্যাটিং বিপর্যয়ের শিকার হবে না তো মেন ইন ব্লু?
অ্যাডিলেড টেস্টে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষিত রানা, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.