Advertisement
Advertisement
India

নিয়মরক্ষার ম্যাচে জয় ভারতের, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪-১ সিরিজ জিতলেন শুভমানরা

ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন সঞ্জু।

India wins last match of the series against Zimbabwe

গর্জে উঠলেন সঞ্জু।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 14, 2024 7:50 pm
  • Updated:July 14, 2024 8:24 pm  

ভারত: ১৬৭/৬ (সঞ্জু ৫৮, দুবে ২৬)
জিম্বাবোয়ে: ১২৫/১০ (মায়ার্স ৩৪, আক্রম ২৭, মুকেশ ৪/২২)
৪২ রানে জয়ী ভারত। 
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
পাঁচ ম্যাচের সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। রবিবারের জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটা ছিল ভারতের কাছে নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার ম্যাচেও ভারত শেষ হাসি হাসল। জিম্বাবোয়েকে হারাল ৪২ রানে। 
বার্বাডোজের মাটিতে বিশ্বজয় করার পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারতে হয়েছিল ভারতকে। তার পরে দুরন্ত কামব্যাক ঘটিয়ে ভারতীয় দল দাপট দেখিয়ে সিরিজ জিতে নিল। 
রবিবার টস জিতে জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৬ উইকেটে ১৬৭ রান। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন সঞ্জু স্যামসন। তিনি ৪৫ বলে ৫৮ রান করেন। বাকিরা সেভাবে রান না পেলেও লোয়ার মিডল অর্ডার রান পাওয়ায় ভারতের রান ভদ্রস্থ দেখায়। 

[আরও পড়ুন: ১ বলে ১৩ রান! জিম্বাবোয়ের বিরুদ্ধে নয়া বিশ্বরেকর্ড যশস্বীর]

দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল বেশি রান তুলতে পারেননি। ভারতের রান যখন ১৩ সেই সময়ে আউট হন যশস্বী (১২)। তিনে নামা অভিষেক শর্মা (১৪) ফেরেন এর কিছু পরেই। একদিক থেকে যখন গিল, অভিষেকরা ডাগ আউটের রাস্তা নিচ্ছেন, তখন সঞ্জু ভারতের ইনিংসের হাল ধরেন। তাঁর ইনিংসে সাজানো ছিল একটি চার ও চারটি ছক্কা। মূলত সঞ্জুর জন্যই ভারত ১৬৭ রানে পৌঁছয়। 
ভারতের রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবোয়ের। ওপেনার ওয়েসলি খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। জিম্বাবোয়ের ব্যাটারদের মধ্যে মারুমানি (২৭), বেনেট (১০), মায়ার্স (৩৪) ও ফরাজ (২৭) ছাড়া বাকিরা এলেন আর গেলেন। কেউই ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। জিম্বাবোয়ে থেমে গেল ১২৫ রানে। ভারতীয় বোলারদের মধ্যে মুকেশ কুমার চারটি উইকেট নেন। 

Advertisement

 

[আরও পড়ুন: জয়ের ধারা অব্যাহত মহামেডানের, লিগে সাদার্নকে হারাল সাদা-কালো শিবির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement