Advertisement
Advertisement

Breaking News

India vs Sri lanka

বল হাতে মিরাক্যাল সূর্য-রিঙ্কুর, রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল টিম ইন্ডিয়া

ভারতীয় দলের কোচ হিসাবে প্রথম সিরিজের শেষটা মনপসন্দ হল না গৌতম গম্ভীরের।

India vs Sri lanka: India beats Sri Lanka in last T-20
Published by: Subhajit Mandal
  • Posted:July 30, 2024 11:53 pm
  • Updated:July 31, 2024 12:00 am  

ভারত: ১৩৭-৯ (গিল ৩৯, রিয়ান ২৬)
শ্রীলঙ্কা: ১৩৭-৮(কুশল পেরেরা ৪৬, কুশল মেন্ডিস ৪৩)
ভারত সুপার ওভারে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ছোট্ট সিদ্ধান্ত। ১৯ তম ওভারে রিঙ্কু সিংয়ের হাতে বলে তুলে দেওয়া। যে রিঙ্কু সিংকে আইপিএলের মঞ্চেও বল করতে দেখা যায় না। অধিনায়ক সূর্যকুমার যাদব ভরসা রাখলেন। আর তাতেই মিরাক্যাল। কার্যত হারা ম্যাচ ভারতকে জিতিয়ে দিয়ে গেলেন রিঙ্কু। ১৯ তম ওভারে মাত্র ৩ রান দিয়ে রিঙ্কু তুলে নিলেন ২ উইকেট। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। এবার আরও চমকপ্রদভাবে বল হাতে তুলে নিলেন অধিনায়ক সূর্য (Suryakumar Yadav) নিজে। আগের ওভারের ধাক্কা আর সামলাতে পারল না শ্রীলঙ্কা। শেষ ওভারে ৫ রান তুলে ম্যাচ সুপার ওভারে টেনে নিয়ে গেল তাঁরা। আর সুপার ওভারে ভারত জিতল অনায়াসে।

Advertisement

দু’ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিল ভারত। সেকারণেই তৃতীয় ম্যাচে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেন গম্ভীর-সূর্যকুমাররা। ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিংদের মতো তুলনায় সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়। সুযোগ পান শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদরা।

[আরও পড়ুন: চুরমার ১২৪ বছরের রেকর্ড, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে অনন্য নজির মনু ভাকেরের]

এদিন, বৃষ্টির জন্য খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পরে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বিশ্রী হয় ভারতের। শুভমান গিল ছাড়া টপ অর্ডারের কোনও ব্যাটার টিকতে পারেননি। ব্যর্থ মিডল অর্ডারও। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৯ উইকেটে ১৩৭ রান তোলে। গিল ৩৭ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। শেষদিকে রিয়ান পরাগ (১৮ বলে ২৬) এবং ওয়াশিংটন সুন্দর (১৮ বলে ২৫) রানের ঝকঝকে ইনিংস না খেললে লড়াকু স্কোরে পৌঁছাতে পারত না টিম ইন্ডিয়া। 

[আরও পড়ুন: ১২ হাজার কোটি টাকা খরচেও হল না শেষরক্ষা! শ্যেন নদীর দূষণে পিছিয়ে গেল অলিম্পিকের ইভেন্ট

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। প্রথম উইকেটের জুটিতেই তাঁরা তুলে ফেলে ৫৮ রান। যে পিচে স্পিনারদের খেলা দুঃসাধ্য মনে হচ্ছিল, সেখানেই ভারতীয় স্পিনারদের অনায়াসে খেলে গেলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। শেষ দুভারে শ্রীলঙ্কার দরকার ছিল মাত্র ৯ রান। তারপরই মাস্টারস্ট্রোক অধিনায়ক সূর্যর। ১৯তম ওভারে রিঙ্কু দিলেন মাত্র ৩ রান। নিলেন দুই উইকেট। শেষ ওভারে অধিনায়ক সূর্য দিলেন মাত্র ৫ রান। নিলেন ২ উইকেট। খেলা গড়াল সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ওয়শিংটন সুন্দরের বলে মাত্র ২ রান তুলেই নির্ধারিত ২ উইকেট হারাল লঙ্কাবাহিনী। ব্যাট করতে নেমে ওই ৩ রান তুলতে চাপে পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে। 

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া (Team India)। গুরু গম্ভীরের প্রথম সিরিজেই বিপক্ষকে হোয়াইটওয়াশ করল ভারত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement