Advertisement
Advertisement

Breaking News

India vs Bangladesh

সাহস জোগাচ্ছে পাকিস্তান সিরিজের সাফল্য, ভারতকেও টেস্টে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ

এর আগে কখনও ভারতকে টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ।

India vs Bangladesh Test: Bangladesh pacer Shoriful Islam is targeting for win against India
Published by: Arpan Das
  • Posted:September 9, 2024 2:35 pm
  • Updated:September 9, 2024 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। দুটি টেস্টেই জয়লাভ করেছেন শাকিব আল হাসানরা। এবার তাঁদের নতুন পরীক্ষা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। রোহিত শর্মাদের সামনে টেস্টজয় একেবারেই সহজ কাজ হবে না। সেটা মেনে নিয়েও সাফল্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

রবিবার রাতেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত-বিরাট-বুমরাহদের নিয়ে পূর্ণশক্তির দলই নামাচ্ছে ভারত। তার উপর ঘরের মাঠে খেলা। এর আগে কখনই ভারতকে টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে সাফল্য এসেছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ‘টাইগার’রা। সেটাই বাড়তি উৎসাহ জোগাচ্ছে তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারত তোমাদের নিয়ে গর্বিত’, প্যারালিম্পিকে অ্যাথলিটদের সাফল্যে অভিনন্দন বার্তা নীরজের]

সেই প্রসঙ্গে বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম বলেন, “পাকিস্তানের থেকে ভারত টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞ। ভারত বড় দল। কিন্তু আমার বিশ্বাস, তাদের বিরুদ্ধে আমরা ভালো ফল করব। সেটা করতে পারলে সারা বিশ্ব আমাদের দেখবে। যদি আমরা ভারতে ভালো করতে পারি, তাহলে খুশি হব। আমরা যথেষ্ট পরিশ্রম করছি। আশা করি, ফলাফলও আমাদের পক্ষেই যাবে।”

[আরও পড়ুন: অনুপ্রেরণার নাম শীতল দেবী, শারীরিক বাধা পেরিয়ে লক্ষ্যভেদের লক্ষ্যে কাশ্মীরের আরেক কিশোরী]

সেই সঙ্গে তাঁর সংযোজন, “আমরা ভারতের বিরুদ্ধে জিতেই শুরু করতে চাই। কারণ পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো ফল করেছি। প্রত্যেকেই আত্মবিশ্বাসী। সেটাকে কাজে লাগিয়েই আমরা সেরাটা দিতে চাই।” ১৯ সেপ্টেম্বর থেকে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হচ্ছে। চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে এই টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। যদিও সেই টেস্টের দল এখনও ঘোষণা করেনি ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement