Advertisement
Advertisement
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতদের প্রস্তুতিতে বিশেষ পদক্ষেপ, ICC-র সিদ্ধান্তে সমস্যায় পড়বে প্রতিপক্ষ?

দুবাইয়ে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত।

India to play practice match in Dubai before Champions Trophy

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 9, 2025 5:33 pm
  • Updated:January 9, 2025 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পরে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারত। আগামী মাসেই শুরু হবে মেগা টুর্নামেন্ট। তার আগে মরুশহরেই প্রস্তুতি নেবেন রোহিত শর্মারা। টুর্নামেন্টে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে মেন ইন ব্লু।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে হাইব্রিড মডেলে রাজি হয়নি পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ভারতের চাপের মুখে হার মানে পাক বোর্ড। জানানো হয়, দুবাইয়ে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ভারত-পাক মহারণ ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। তবে শুধু গ্রুপ পর্বের ম্যাচ নয়। ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও হবে দুবাইয়েই।

Advertisement

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তারপরে দুবাইয়ে পাড়ি দেবে টিম ইন্ডিয়া। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলে টুর্নামেন্ট শুরু করবেন রোহিতরা। সূত্রের খবর, তার আগেই ভারতের জন্য একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে আইসিসি।

তবে এখানে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে আইসিসিকে। কারণ ভারত ছাড়া বাকি সাতটি দল পাকিস্তানে খেলবে। তাই ভারতের বিরুদ্ধে খেলার জন্য কোনও একটি দলকে পাকিস্তান থেকে দুবাইয়ে যেতে হবে। যাত্রার ক্লান্তি, খরচ ইত্যাদি সমস্যায় পড়তে হবে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গেলে। এতকিছু মাথায় রেখে কোনও দলকে প্রস্তুতি ম্যাচের জন্য রাজি করানো বেশ কঠিন হতে পারে আইসিসির পক্ষে। তা সত্ত্বেও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে আইসিসি।

অন্যদিকে, একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির ৪০ দিন আগেও চুড়ান্ত অপ্রস্তুত পাকিস্তানের দুই স্টেডিয়াম। লাহোরের গদ্দাফি ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দীর্ঘদিন ধরেই পুনর্নিমাণের কাজ চলছে। যদিও এই স্টেডিয়ামগুলি নিয়ে আইসিসির তরফে এখনও কোনও আপত্তি জানানো হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement