Advertisement
Advertisement

Breaking News

WTC points table

গোদের উপর বিষফোঁড়া, চুনকামের লজ্জার পর WTC পয়েন্ট টেবিলে শীর্ষস্থান খোয়াল ভারত

আগামী জুন মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কি আদৌ নামতে পারবে? 

India lost top spot in WTC points table after defeat against New Zealand
Published by: Anwesha Adhikary
  • Posted:November 3, 2024 2:05 pm
  • Updated:November 3, 2024 2:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন গোদের উপর বিষফোঁড়া। ঘরের মাঠে ২৪ বছর পরে টেস্ট সিরিজে চুনকাম হয়েছে ভারত। তার পরেই ফের দুঃসংবাদ ভারতীয় শিবিরে। দীর্ঘদিন এক নম্বরে থাকার পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হল রোহিত ব্রিগেডের। ফলে প্রশ্ন উঠছে, আগামী জুন মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কি আদৌ নামতে পারবে? 

পরপর দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। একটা সময়ে তৃতীয়বার ফাইনাল খেলার দৌড়েও প্রবলভাবে এগিয়ে ছিল মেন ইন ব্লু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মরশুমের শুরুতে ব্যাপক সাফল্য পেয়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া টেস্ট জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে মেন ইন ব্লু। তার পরে অবশ্য দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট হেরে পয়েন্ট তালিকায় অনেকখানি নেমে যেতে হয় ভারতকে। 

Advertisement

চলতি বছরের শুরুতে ইংল্যান্ডকে ৪-১ হারানোর পর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে ভারত। সেখান থেকে রোহিতদের WTC ফাইনাল খেলা নিয়ে কোনও সংশয় ছিল না ক্রিকেটপ্রেমীদের মনে। ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে WTC ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলবে, এমনটাই অনুমান ছিল। কিন্তু যাবতীয় হিসাব উলটে গেল কিউয়িদের বিরুদ্ধে। ঘরের মাঠে ২৪ বছর পরে চুনকাম হল ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও দ্বিতীয় স্থানে নেমে যেতে হল রোহিতদের। বর্ডার-গাভাসকর ট্রফির আগেই পয়েন্ট টেবিলে সকলের উপরে উঠে গেল অস্ট্রেলিয়া।

তার পর থেকে প্রশ্ন উঠছে,  আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কি আদৌ খেলতে পারবে ভারত? আপাতত রোহিতদের ঝুলিতে রয়েছে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। চলতি মরশুমে আর ৫টা টেস্ট খেলবে ভারত, বর্ডার গাভাসকর ট্রফিতে। অজিভূমে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত তিনটে টেস্ট জিততেই হবে রোহিতদের ফাইনাল খেলা নিশ্চিত করার জন্য। প্যাট কামিন্সের দল ফাইনাল খেলা কার্যত নিশ্চিত করে ফেলেছে। এছাড়াও ফাইনালে খেলার দৌড়ে রয়েছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাও। সবমিলিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির আগে প্রবল চাপে মেন ইন ব্লু। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement