অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ৪৭৪ (স্মিথ ১৪০, লাবুশেন ৭২)
ভারত (প্রথম ইনিংস): ১৬৪/৫ (যশস্বী ৮২, বিরাট ৩৬)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার হাতছানি ছিল। কিন্তু টেস্ট জেতা তো দূর, মেলবোর্নে আপাতত ধুঁকছে টিম ইন্ডিয়া। অজিদের রানের পাহাড় তাড়া করতে নেমে প্যাভিলিয়নে ফিরে গিয়েছে অর্ধেক ব্যাটিং লাইন আপ। স্কোরবোর্ডে মাত্র ১৬৪ রান। দিনের শেষে ক্রিজে ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ৩১০ রানে পিছিয়ে ভারত। বক্সিং ডে টেস্টে আপাতত চালকের আসনে প্যাট কামিন্সরা।
প্রথম দিনের শেষে অজিদের স্কোর ছিল ৩১১ রান। ৬ উইকেট পড়ে গেলেও অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যান স্টিভ স্মিথ। মারকুটে ইনিংসে সেঞ্চুরি হাঁকান। শেষ পর্যন্ত ৪৭৪ রানে গিয়ে থামে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন মাত্র দেড় সেশন ব্যাট করে ১৬৩ রান তুলেছেন কামিন্সরা। সেই ধাক্কাতেই বেসামাল টিম ইন্ডিয়া। খারাপ শটে একের পর এক উইকেট ছুড়ে দিয়ে এসেছেন রোহিত শর্মারা।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে মেলবোর্নেই প্রথমবার ওপেন করতে নামেন ভারত অধিনায়ক। ছয় নম্বরে নেমে রান পাচ্ছিলেন না বলে ক্রিকেটবোদ্ধাদের পরামর্শ ছিল, ওপেনে ফিরুন রোহিত। কিন্তু পছন্দের ব্যাটিং অর্ডারে নেমেও রোহিতের প্রাপ্তি সেই ব্যর্থতাই। দ্বিতীয় ওভারে কামিন্সের বলে অযথা আগ্রাসী শট খেলে আউট হলেন ভারত অধিনায়ক। পাঁচ বলে সংগ্রহ মাত্র ৩ রান।
রোহিত আউট হওয়ার পরে ইনিংসের হাল ধরেন যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল। ৪৩ রানের জুটি গড়েন। কিন্তু চাপানের বিরতির ঠিক আগেই আউট হন রাহুল। তৃতীয় সেশনের শুরু থেকে বেশ ভালো ছন্দে ছিলেন বিরাট কোহলি। যশস্বীর সঙ্গে জুটিতে ১০২ রান তোলেন। কিন্তু দিনের শেষে নিজের ভুলেই জঘন্যভাবে রান আউট হন ভারতীয় ওপেনার। খোঁচা দেওয়ার পুরনো রোগে আউট হলেন বিরাটও। ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। নাইট ওয়াচম্যান আকাশ দীপও ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। সবমিলিয়ে, মেলবোর্ন টেস্টে জয়ের আশা ক্রমেই ক্ষীণ হচ্ছে ভারতের জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.