সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ইনিংসে প্রায় সাড়ে চারশো রানে থামল অস্ট্রেলিয়া। পাল্টা ব্যাট করতে নেমে মাত্র তিন ওভারে আউট দুই তারকা। ইনিংসের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফিরলেন যশস্বী জয়সওয়াল। তৃতীয় ওভারের শুরুতে আউট শুভমান গিল। খানিক পরে ফিরতে হল বিরাট কোহলিও। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে প্রবল চাপে টিম ইন্ডিয়া। মধ্যাহ্নভোজের বিরতির আগেই তিন উইকেট খুইয়ে ধুঁকছে ভারত। স্কোরবোর্ডে মাত্র ২২ রান।
ব্রিসবেন টেস্টের শুরু থেকেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে নতুন বলে স্বচ্ছন্দ ছিলেন দুই ওপেনার। দ্বিতীয় দিন ট্র্যাভিস হেড আর স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে গাব্বা টেস্টে অজিদের দাপট আরও বাড়ে। দিনের শেষে সাত উইকেট হারালেও চারশোর উপর রান তুলে ফেলেছিলেন ব্যাগি গ্রিনধারীরা। সেই দাপট বজায় থাকল তৃতীয় দিনেও।
সোমবার সকালে অজি ব্যাটিং লাইন আপের শেষ তিনজনকে আউট করেন জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ। ততক্ষণে প্রায় সাড়ে চারশোর কাছে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ার রান। তৃতীয় দিনের প্রথম সেশনে ৪৪৫ রান করে অলআউট হয় অজিরা। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বুমরাহ। ২৮ ওভার বল করে ৬ উইকেট তুলে নিয়েছেন ভারতের সহ-অধিনায়ক, মাত্র ৭৬ রান দিয়ে। দুটি উইকেট গিয়েছে সিরাজের ঝুলিতে। আকাশ দীপ এবং নীতীশ কুমার রেড্ডি একটি করে উইকেট পেয়েছেন।
কিন্তু ৪৪৫ রান তাড়া করতে গিয়ে পালটা মার দেওয়া তো দূর, প্রতিরোধই গড়তে পারল না টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফিতে গত দুটি ম্যাচের প্রথম ইনিংসে যেভাবে আউট হয়েছিলেন, সেই একইভাবে গাব্বাতেও আগ্রাসী শট খেলতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে এলেন যশস্বী। একই ভঙ্গিতে আউট শুভমান গিলও। মিচেল স্টার্কের বলে অযথা ড্রাইভ মেরে উইকেট খোয়ালেন তৃতীয় ওভারে। খোঁচা দিয়ে আউট হলেন বিরাট, মাত্র ৩ রান করে। সবমিলিয়ে, প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে ধুঁকছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতেই ঝেঁপে বৃষ্টি এল ব্রিসবেনে। ফলে খেলা বন্ধ থাকল খানিকক্ষণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.