Advertisement
Advertisement
Lord's Stadium

প্রথমবার লর্ডসে মহিলাদের টেস্ট, ঐতিহাসিক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

'হোম অফ ক্রিকেট'-এ কবে হবে এই ঐতিহাসিক ম্যাচ?

India and England womens Team to create history in 2026 to play first Test match in Lord's stadium
Published by: Arpan Das
  • Posted:August 22, 2024 7:55 pm
  • Updated:August 22, 2024 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে ফের তৈরি হতে চলেছে নতুন ইতিহাস। সেখানে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের টেস্ট ম্যাচ। ২০২৬-র এই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের মহিলা দল। বৃহস্পতিবার আনূষ্ঠানিকভাবে সেই বার্তা জানিয়ে দিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

ইতিমধ্যেই ভারতের পুরুষদের ইংল্যান্ড সফরের সূচি ঘোষিত হয়েছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ হবে লর্ডসে। সেটা যদিও হবে ২০২৫-এ। চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা হবে এই সিরিজের মাধ্যমেই। তার মধ্যেই জানিয়ে দেওয়া হল মহিলাদের একমাত্র টেস্টের কথা। ২০২৬-এ দুই দল মুখোমুখি হলে নতুন ইতিহাস তৈরি হবে। কারণ ‘হোম অফ ক্রিকেট’-এ এই প্রথম মহিলাদের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে।

Advertisement

[আরও পড়ুন: চন্দ্রকান্ত পণ্ডিত কি ‘মিলিটারি কোচ’? মুখ খুললেন কেকেআর তারকা ফিল সল্ট]

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে, “ভারতের মেয়েদের সঙ্গে ২০২৬-এ লর্ডসে একটি টেস্ট ম্যাচের আয়োজন নিশ্চিত করা হচ্ছে। এই প্রথম লর্ডসে মহিলাদের টেস্ট হবে। ইংল্যান্ড মহিলা দল গত তিন বছর ধরে লর্ডসে সাদা বলের ক্রিকেট খেলছে। আগামী বছরও সেটাই চলবে। কিন্তু এই প্রথম লর্ডস মহিলাদের টেস্ট আয়োজন করতে চলেছে।”

[আরও পড়ুন: ‘বোল্ট, ফেল্পসদের কেন নিষিদ্ধ করা হবে না?’ খেলিফের পাশে দাঁড়িয়ে বার্তা তাপসী পান্নুর]

ভারত ও ইংল্যান্ডের মহিলাদের মধ্যে ১৬টি টেস্ট ম্যাচ হয়েছে এখনও পর্যন্ত। তার মধ্যে ভারত জিতেছে তিনটি টেস্ট। ইংল্যান্ড একটি। ১১টি ম্যাচ ড্র হয়েছে। ২০২৩-র ডিসেম্বরে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হরমনপ্রীতরা ৩৪৭ রানে ম্যাচ জিতেছিল। কিন্তু লর্ডসের ঐতিহাসিক ম্যাচে কী হবে? তার জন্য অপেক্ষা করতে হবে ক্রিকেটভক্তদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement