Advertisement
Advertisement

Breaking News

IND vs NZ

‘মিষ্টি কথায় ভোলাতে চাই না…’ পুণে বিপর্যয়ের পর ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুখ খুললেন গম্ভীর

আইপিএল রিটেনশন নিয়ে কী ভাবছেন নাইট রাইডার্সের প্রাক্তন মেন্টর?

IND vs NZ: Gautam Gambhir stands with Indian cricket team batter after loss
Published by: Arpan Das
  • Posted:October 31, 2024 2:30 pm
  • Updated:October 31, 2024 2:30 pm  

শুভায়ন চক্রবর্তী, মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথমবার সিরিজ হার। দুটি টেস্টেই প্রশ্নের মুখে ভারতের তারকাখচিত ব্যাটিং। মুম্বইয়ে শেষ টেস্টে কি ঘুরে দাঁড়াতে পারবে টিম ইন্ডিয়া? হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে উজ্জ্বল করে তুলতে পারবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা-ভরসা? ‘মর্মাহত’ গম্ভীর মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে।

মুম্বই টেস্টের আগে গৌতম গম্ভীরের স্পষ্ট বক্তব্য, “আমি মিষ্টি কথায় ভোলাতে চাই না। অবশ্যই কষ্ট হচ্ছে। মর্মাহত হওয়ারই কথা। ঘরের মাঠে হোক বা বিদেশে, হার সব সময়ই কষ্ট দেয়। সেই যন্ত্রণাই ঘুরে দাঁড়ানোর শক্তি দেয়। লোকে ভাবে, আমাদের কষ্ট হয় না। কিন্তু সেটা ভুল।”

Advertisement

বেঙ্গালুরুর পর পুণে টেস্টে হারার পর একটা কথা বারবারই উঠে এসেছে। স্পিন খেলতে কি সমস্যায় পড়ছে ভারতীয় ব্যাটিং? যেভাবে মিচেল স্যান্টনার রোহিত-বিরাটকে বন্দি করেছেন, তাতে অনেকেই চমকে উঠেছেন। ভারতীয় দলের কোচ অবশ্য সেটা মনে করেন না। তাঁর মতে, “আমার মতে, আগের ম্যাচে মিচেল স্যান্টনার দুরন্ত খেলেছে। কিন্তু এটাও ঠিক আমাদের আরও পরিশ্রম করতে হবে। আরও ভালো খেলতে হবে। সেটাই আসল কথা। সকলেই নেটে পরিশ্রম করছে। জানি, দিনের শেষে ফলাফলটাই শেষ কথা। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু আমি মনে করি না স্পিনের ক্ষেত্রে আমাদের দক্ষতা কমে গিয়েছে।”

গম্ভীর যাই বলুন না, দুই টেস্ট হেরে ভারত যথেষ্ট চাপে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্ক জটিল হয়েছে। তবুও গম্ভীর ব্যাটারদের দোষ দিতে চাইছেন না। তিনি বলেন, “প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। বলব না যে, শুধু ব্যাটাররাই আমাদের সমস্যায় ফেলেছে। আমি নিশ্চিত, তরুণ ক্রিকেটাররা নিজেদের আরও উজ্জীবিত করবে। যদি আমরা কানপুরের মতো খেলতে পারি, তাহলে এরকম ফলও হবে। কিন্তু টেস্ট ক্রিকেটকে টেস্ট ক্রিকেটের মতোই খেলতে হবে। যদি একদিনে ৪০০ রান ওঠা সম্ভব হয়, তাহলে সেটাও করব। একজন ভালো ক্রিকেটার সব ধরনের ক্রিকেটেই নিজেকে মানিয়ে নিতে পারে। শুধুমাত্র চার-ছক্কা মারাটাই কাজ নয়। রান নিয়ে গতিও বজায় রাখতে হবে।”

সেই সঙ্গে উঠে আসছে আরেকটা বিষয়ও। টি-টোয়েন্টি ক্রিকেট কি টেস্ট ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। গম্ভীর বলছেন, “যত বেশি টি-টোয়েন্টি খেলা হবে, তত ব্যাটারদের রক্ষণ সামলাতে সমস্যা হবে।” এদিকে এদিনই আইপিএলের রিটেনশন। গম্ভীর অবশ্য সেসব পাত্তাই দিচ্ছেন না। তাঁর সাফ কথা, “আইপিএল নিয়ে কী হচ্ছে, তাতে আমার কোনও মাথাব্যথা নেই। আমি শুধু একটা জিনিস নিয়েই ভাবি, সেটা হল আগামিকাল ভারতীয় দল কী করবে। কালকের টেস্ট ম্যাচ নিয়েই শুধু আমার ভাবনা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement